কলকাতা: সদ্যই গিয়েছে বড়দিন (Christmas Day 2021)। এখনও কোথাও কোথাও তার রেশ থেকে গিয়েছে। তারকা থেকে সাধারণ মানুষ, নেট দুনিয়ায় শেয়ার করছেন নিজের নিজের বড়দিন উদযাপনের ছবি, ভিডিও। কেউ পরিবারের সঙ্গে বড়দিন কাটালেন। কেউ কাটালেন বন্ধুবান্ধবের সঙ্গে। আবার কেউ প্রিয়জনের সঙ্গে। কিংবা নিছকই হই হুল্লোড়, মজা, আনন্দ আর খাওয়া দাওয়া করে বড়দিন কাটল কারও। তারকাদের বড়দিন সেলিব্রেশনের ছবিতে ছয়লাপ নেট দুনিয়া। তবে, সমস্ত বড়দিন উদযাপনের ছবি এবং ভিডিওর মধ্যে নজর কাড়ল বাংলা ছবির (Tollywood) এক সুপারস্টারের পোস্ট করা ভিডিও। যাঁর কাছে দর্শকই সব। যাঁর কাছে দর্শক, অনুরাগীরাই পরিবার, বন্ধু। তাঁদের সঙ্গেই বড়দিন কাটালেন অভিনেতা। শুধু তাই নয়, আগামী ছবির লুকেই অনুরাগীদের সঙ্গে বড়দিন উদযাপন করলেন তিনি।
আরও পড়ুন - Jhara Palok Trailer: জীবনানন্দ দাশের চরিত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুক্তি পেল 'ঝরা পালক' ছবির ট্রেলার
একদিকে যখন নেট দুনিয়া উপচে পড়ছে বড়দিন উদযাপনের ঝলমলে ছবিতে। তখন অন্যদিকে নেট নাগরিকদের নজর কাড়ল বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের (Prosenjit Chatterjee) বড়দিন উদযাপনের ভিডিও। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে আগামী ছবি 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) ছবির লুকেই দর্শকদের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, 'আয় খুকু আয়' ছবির শ্যুটিংয়ের জন্য গ্রামের দিকে কোথাও গিয়েছিলেন অভিনেতা। সেখানেই উপস্থিত দর্শকের দিকে তাকিয়ে হাত নাড়েন অভিনেতা। সেখানে উপস্থিত লোকজনও অভিনেতাকে বিহ্বল চোখে দেখে হাত নাড়িয়ে অভিবাদন জানান।
বিশেষ লোকেদের সঙ্গে বড়দিন সেলিব্রেশনের ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, 'আমি বড়দিন কাটালেন তাঁদের সঙ্গে যাঁরা সবসময় আমার সঙ্গে ছিলেন। আমার টিম, আমার বন্ধু চিরকালের সবই আমার দর্শকরা। অনেক অনেক ধন্যবাদ এভাবেই চিরকাল আমার পাশে থাকার জন্য।' এদিন নতুন ছবি 'আয় খুকু আয়' ছবির লুকেই দর্শকের সামনে ধরা দেন অভিনেতা। প্রসঙ্গত, এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)।