কলকাতা: কলকাতার রাস্তায় রবিবার সকালে হেঁটে যাচ্ছেন বাবা আর মেয়ে। নিছক সাদামাটা পোশাক। বাবার মাথায় টুপি আর কাঁধে ব্যাগ। পাশে ছাপা সালোয়ার কামিজে মেয়ে, হাতে কয়েকটা প্লাস্টিকের প্যাকেট। বাবার কাছে অনর্গল আবদার চলছে মেয়ের, সিনেমা দেখা, কেনাকাটি করার আবদার। কিন্তু এই বাবা আর মেয়েকে চেনা চেনা লাগছে কেন? 


আশেপাশে ভীড় জমেছে ততক্ষণে। কারণ এই বাবা-মেয়ে সাধারণ পথচলতি মানুষ নন, রীতিমতো প্রথম শ্রেণীর তারকা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। আজ মুক্তি পেল নতুন ছবি 'আয় খুকু আয়' -এর ট্রেলার। আসলে প্রসেনজিৎ আর দিতিপ্রিয়া নন, আজ উত্তর কলকাতার পথে হাঁটছিলেন নির্মল মণ্ডল আর তার কিশোরী মেয়ে বুড়ি। ছুটন্ত গাড়ি থেকে বাঁচাতে ‘মেয়ে’র হাত ধরে টেনে আনছেন রাস্তার ভিতর দিকে। ঠিক যেমনটা বাবা-রা করে! আর মেয়ে দিতিপ্রিয়াও নিচু গলায় আবদার করে চলেছেন 'বাবা'-র কাছে। সানগ্লাসের দোকানে গিয়ে কেনাটাকাও করা হল। 


আরও পড়ুন: Habji Gabji: মোবাইল গেমের ক্ষতি 'হাবজি গাবজি' দেখে ছোটরা বুঝবে নিজে থেকেই, আশা রাজ-শুভশ্রীর


পর্দায় বাবা-মেয়ে হয়েই আগামী ২৭ মে হাজির হচ্ছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবির প্রচারেই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন দু’জনে। তারই সাক্ষী রইল রবিবার সকালের উত্তর কলকাতা। প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পেজ থেকে তার লাইভ সম্প্রচারের সৌজন্যে দু’জনের এমন কাণ্ডকারখানা দেখতে পেলেন অসংখ্য অনুরাগীও। 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? সেখানেই এই প্রথম দর্শক দেখেছিল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক। ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।