কলকাতা: ২২ বছর পরে ফিরল সেই নস্ট্যালজিয়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ (Sosurbari Zindabad) ছবির গান 'চোখ তুলে দেখো না কে এসেছে'! তবে কোনও মিউজিক অ্যালবাম নয়, এক্কেবারে বড়পর্দায়। দেখা যাবে স্বয়ং প্রসেনজিৎকেই।
আজ মুক্তি পেল নতুন ছবি প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা (Prosenjit Weds Rituparna)-র টাইটেল ট্র্যাক (Title Track)। জমাটি গানে আর কথায় ২২ বছর আগের সেই গান নতুন মোড়কে, এক্কেবারে আধুনিক। সেখানে যেমন প্রসেনজিৎকে পোয়েনজিৎ বলা নিয়ে খুনসুটি রয়েছে, তেমনই রয়েছে পুরনো গানের নস্ট্যালজিয়াকে মনে করিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণার পুরনো সেই গানের কিছু ক্লিপিংস।
আর সেই গানের সঙ্গে পা মিলিয়ে যিনি নাচ করলেন, ২২ বছরে যেন তাঁর বয়স থেকে রয়েছে একই জায়গায়। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে তাল মিলিয়ে নাচ করলেন ঈপ্সিতা মুখোপাধ্যায়। এই ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ হবে তাঁর। এক ফ্রেমে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রিতে আসা সদ্য নতুন এক নায়িকা। জমে উঠল মঞ্চ।
আরও পড়ুন: Yaariyan 2: আগামী বছরের ১২ মে যশের বলিউড ডেবিউ, মুক্তি পাবে 'ইয়ারিয়াঁ ২'
ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দুজনে থাকলেও এই ছবির নায়ক নায়িকা ঋষভ আর ঈপ্সিতা। অভিনেতা বলেছেন, 'গোটা টিমের পরিকল্পনা হয়েছিল ছবির কথা এভাবেই ঘোষণা করব। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'-এক্কেবারে পারিবারিক একটা ছবি। হিরো আছে, ভিলেন আছে, গান আছে... আর এই সমস্ত কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যাবে নব্বইয়ে দশক থেকে শুরু করে দুহাজারের নস্ট্যালজিয়ায়। ছবির নায়ক নায়িকা হিসেবে আমি আর ঈপ্সিতা থাকলেও বুম্বাদা আর ঋতুদিও ছবিতে থাকছেন। চিত্রনাট্যে টেনে আনা হয়েছে ওঁদের সব পুরনো ছবির কথাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা (Samrat Sharma)। প্রযোজনা করছে বুম্বাদার সংস্থা।'