কলকাতা: এই ছবি বলিউডের হলেও, এই ছবি সঙ্গে যোগ রয়েছে টলিউডেরও! এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ হচ্ছে টলিউডের এক নায়কের। যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। ছবির নাম ইয়ারিয়া ২ (Yaariyan 2)। টি সিরিজের এই ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে।                                                                                                                         


এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)। প্রযোজনা সংস্থার অংশ হিসেবে রয়েছেন শিব চানানা (Shiv Chanana) ও কৃষণ কুমার (Krishan Kumar)।                                       


আরও পড়ুন: Nayanthara And Vignesh: সদ্য নয়, ৬ বছর আগে, সবার অলক্ষ্যে আইনি বিয়ে সেরেছিলেন নয়নতারা-ভিগনেশ!


২০২৩ সালের ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানার। এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়। যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে।