ছোট্ট আবরামের গলায় রুপো আর ব্রোঞ্জের মেডেল, গায়ে স্পোর্টসের পোশাক। স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করেছিল আবরাম। সেখানেই সে মেডেল জিতে নেয়। গর্বিত শাহরুখ ছোট ছেলের ছবি ট্যুইট করে লেখেন, 'আজ খেলায় রুপো আর ব্রোঞ্জের মেডেল জিতে নিয়েছে আমার সোনার মেডেল।'
১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। তাঁদের বড় ছেলে আরিয়ান আর মেয়ে ইতিমধ্যেই খুব জনপ্রিয়। ২০১৩ সালে জন্ম হয় ছোট ছেলে আবরামের।খেলার মাঠ থেকে বিভিন্ন অনুষ্ঠান, বাবার সঙ্গে আবরামের বিভিন্ন মুহূর্ত ফটো শিকারীদের প্রিয় বিষয়।
শাহরুখ ক্যাটরিনা ও অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে 'জিরো' ছবিতে কাজ করেছেন সম্প্রতি।