রাজকোট: মুম্বইয়ে হারের বদলা রাজকোটে। শুক্রবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ ৩৬ রানে জিতল ভারত। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতা ফেরাল মেন ইন ব্লু। একইসঙ্গে, পরপর চারটি একদিনের ম্যাচ হারার ধারায় ইতি টানল কোহলি-ব্রিগেড।


এদিন খেলার সব বিভাগেই অজিদের টেক্কা দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৩৪০ রান করে তাদের নির্ধারিত ৫০ ওভারে। এই রানে বড় ভূমিকা নেন শিখর ধবন, যিনি এদিন অল্পের জন্য শতরান হাতছাড়া করেন(৯৬)। তিন নম্বরে নেমে ৭৮ রান করেন অধিনায়ক কোহলি। তবে, দিনের যাবতীয় আকর্ষণ কেড়ে নেন কে এল রাহুলের ইনিংস। এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ৫২ বলে ৮০ রান করেন।


জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল ক্যাঙারুরা। স্টিভ স্মিথ ৯৮ রান করেন। কিন্তু, আর কেউ তাঁকে সেভাবে যোগ্য় সঙ্গ দিতে পারেনি। লাবুশান করেন ৪৬। ভারতীয় সব বোলার এদিন সফল ছিলেন। প্রথমদিকে মার খেলেও, পরের দিকে নিজের পুরনো মেজাজ ফিরে পান মহম্মদ শামি। পরপর দুবলে দু উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লড়াই শেষ করে দেন। এদিন ম্যাচে তিনটি উইকেট নেন শামি। ২টি করে উইকেট নেন নবদীপ সাইনি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। একটি উইকেট পান জসপ্রীত বুমরাহ।


সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে।


ভারতীয় দল: শিখর ধবন, রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, রবীন্দ্র জাডেজা, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মারনাস লাবুশানে, স্টিভ স্মিথ, অ্যালেক্স কেরি, অ্যাশটন টার্নার, অ্যাশটন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।