মুম্বই: বলিউডের অংশ হিসেবে তিনি গর্বিত। বললেন কার্তিক আরিয়ান। যে পরিশ্রম করে তিনি এত দূর এসেছেন, সে জন্য গর্বিত বলে মন্তব্য করেছেন তিনি।
শিগগিরই মুক্তি পাবে কার্তিকের আগামী ছবি পতি পত্নী অওর ওহ। ছবির প্রমোশনে ব্যস্ত কার্তিক বলেছেন, একজন অভিনেতা হিসেবে তিনি কিছুটা পথ হেঁটেছেন, এখনও অনেক দূর যেতে হবে। যে পরিশ্রম তিনি করেছেন, যে পারিপার্শ্বিক থেকে উঠে এসেছেন সে জন্য তিনি গর্বিত। ভাল কাজ করে যেতে চান। মনে এমন সন্দেহ রাখতে চান না, যে সুযোগ এসেছিল, তার সদ্ব্যবহার করা উচিত ছিল। তাই সব সময় নিজের সেরাটা দিতে চান তিনি, তা সে ছবি করাই হোক বা ছবির প্রমোশন।
কার্তিকের আসল নাম কার্তিক তিওয়ারি, জন্ম গোয়ালিয়রে। বাবা মা দুজনেই চিকিৎসক, বাবা শিশু চিকিৎসক, মা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কার্তিক। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন, তখন থেকে ছবি করার শখ। ২০১১-য় লাভ রঞ্জয়ের কমেডি ছবি পেয়ার কা পঞ্চনামা দিয়ে তাঁর বলিউডে অভিষেক। এরপর লাভ রঞ্জনের অন্য দুটি ছবি আকাশ বাণী (২০১৩) ও এর ২ বছর পর পেয়ার কা পঞ্চনামা ২-তেও দেখা গিয়েছেন তাঁকে। আর ২০১৮-য় সোনু কি টিটু কি সুইটি। শেষ ছবিটি ব্লকবাস্টার হিট, কার্তিককে এক ঝটকায় প্রথম সারির নায়কের মর্যাদা দেয় এই ছবি। এরপর এ বছর তাঁর লুকা ছুপি-ও যথেষ্ট সাফল্য পেয়েছে।
কার্তিক বলেছেন, সোনু কি টিটু কি সুইটি আর লুকা ছুপি অভিনেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দিয়েছে, জীবন পাল্টে দিয়েছে তাঁর। লুকা ছুপি-তে তিনি সাংবাদিক ছিলেন, তাঁর অভিনয় সকলের নজরে পড়ে। এরপর থেকে নানা ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, এভাবেই কাজ করতে চান।
কার্তিকের আগামী ছবি পতি পত্নী অওর ওহ বি আর চোপড়ার ১৯৭৮ সালে এই নামেরই সুপারহিট ছবিটির রিমেক। ৬ তারিখ মুক্তি পাবে এই ছবি।
আমার পারিপার্শ্বিক, এতদিনের পরিশ্রম নিয়ে আমি গর্বিত, বললেন কার্তিক আরিয়ান
ABP Ananda, Web Desk
Updated at:
29 Nov 2019 02:24 PM (IST)
কার্তিকের আগামী ছবি পতি পত্নী অওর ওহ বি আর চোপড়ার ১৯৭৮ সালে এই নামেরই সুপারহিট ছবিটির রিমেক। ৬ তারিখ মুক্তি পাবে এই ছবি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -