কলকাতা: মা হওয়া মোটেই সহজ নয়। আর যাঁদের ঘরে-বাইরে ২ দিকই কাজ সামলাতে হয়, তাঁদের বোধহয় আক্ষরিক অর্থেই হয়ে উঠতে হয় দশভূজা। বিষয়টা খুব একটা আলাদা নয় অভিনেত্রীদের ক্ষেত্রেও। অনেক অভিনেত্রীই মা হয়েছেন। একদিকে যেমন সামলেছেন অভিনয়ের কেরিয়ার, অন্যদিকে বড় করেছেন সন্তানকেও। কিন্তু এই কাজটা মোটেই সহজ নয়। তেমনই একটা টুকরো ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। 


২০২০ সালে মা হয়েছেন পূজা। কোলে এসেছে ছোট্ট কৃশিব। তাঁর জন্যই আগেভাগে আইনি বিয়ে সেরেছিলেন পূজা। স্বামী কুণাল ভার্মা (Kunal Varma)-র সঙ্গে মুম্বইতে থাকতেন তিনি। এরপর কৃশিবের জন্ম। খুদেকে একটু বড় করার জন্য নিজের অভিনয় কেরিয়ার থেকে একটা লম্বা বিরতি নিয়েছিলেন পূজা। তাঁর কাজে সেইসময়ে সবচেয়ে জরুরি ছিল কৃশিব। সমস্ত সময়টা কৃশিবকেই দিতে চেয়েছিলেন তিনি। এরপরে কৃশিব একটু বড় হওয়ার পরে কাজে ফেরেন পূজা। তবে প্রথমেই ছবির কাজ নেননি তিনি। ওয়েব সিরিজের মতো ছোট সময়ের কাজ নিয়েই অভিনয়ে ফেরেন তিনি। জানিয়েছিলেন, ছোট্ট কৃশিবকে রেখে দীর্ঘদিন বাইরে শ্যুটিং করা তাঁর পক্ষে সম্ভব নয়। 


বর্তমানে পুরোদমেই কাজ করছেন পূজা। ইতিমধ্যে ২০২১ সালে কুণালের সঙ্গে গোয়ায় মহাসমারোহে আইনি বিয়েও সেরেছেন পূজা। বাবা-মায়ের বিয়েতে হাজির ছিল ছোট্ট কৃশিবও। আপাতত বেশিরভাগ সময় কাজের জন্য কলকাতাতেই কাটছে পূজার। আর সেখানে তাঁর সঙ্গেই ধীরে ধীরে বেড়ে উঠছে কৃশিব। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে বসে রূপটান শেষ করছেন তিনি। তাঁকে সাজিয়ে দিচ্ছেন এক রূপটান শিল্পী। আর পাশেই বিছানায় শুয়ে ছোট্ট কৃশিব। মায়ের দিকে তাকিয়ে রয়েছে সে। আর রূপটান সেরে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে খাইয়েও দিচ্ছেন পূজা। দুধের বোতল কৃশিবের মুখে ধরে তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে পূজা লিখেছেন, 'মায়েদের জীবন, আমি ভীষণ ভালবেসে ফেলেছি এই জীবনটা।'


আপাতত কাজে ফিরেছেন পূজা, তবে তিনি চান না তাঁর ছেলের কোনও সমস্যা হোক। কাজের ফাঁকে যতটা সম্ভব সময় কৃশিবকেই দেওয়ার চেষ্টা করেন পূজা। তাঁর এই ছবি দেখে মন গলেছে নেটদুনিয়ার। 


আরও পড়ুন: Bengali Theatre: ৫০ বছর পরে নতুন আঙ্গিকে আবার মঞ্চে ফিরছে উৎপল দত্তের 'ব্যারিকেড'