কলকাতা: ছোট্ট কৃশিবের প্রথম লক্ষ্মীপুজো। তাকে নিয়েই সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় হাজির হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রইলেন স্বামী কুণাল বর্মা। বাপ্পা লাহিড়ীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পূজার। সেই সূত্র ধরেই সঙ্গীতশিল্পীর বাড়িতে লক্ষ্মীপুজোয় আমন্ত্রিত ছিলেন তিনি। 



দুর্গাপুজো মুম্বইতে কাটিয়েছেন অভিনেত্রী। তবে পুজোর আগে শারদ আমেজ মাখতে কলকতা এসে ঘুরে গিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিল ছোট্ট কৃশিবও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছিলেন পুজা। তবে এই প্রথম নয়, এর আগেও একরত্তিকে নিয়ে কলকাতায় এসেছেন পূজা। শেষ করেছেন একটি ওয়েব সিরিজের কাজও।


প্রথমবার কৃশিবকে বাড়িতে রেখে 'পাপ' ওয়েবসিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং সেরেছিলেন পূজা। নতুন মায়ের পক্ষে কতটা কঠিন ছিল সেই সফর? এবিপি লাইভকে পূজা বলেছিলেন, 'দুটো সত্ত্বার মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলা সহজ নয়। তবে আমার জন্য পরিস্থিতিটা আরও কঠিন করে তুলেছিল করোনাকাল। কৃশিবকে বাড়িতে রেখে শ্যুটিং করতে যাওয়াটা আমার জন্য বেশ কঠিন ব্যাপার ছিল। ও খুব ছোট, তাই সংক্রমণের ভয় পেয়েছিলাম। তবে পাপ সিরিজটা নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই সবাই ২ বছর অপেক্ষা করেছেন। আমি দর্শকদের আর অপেক্ষা করাতে চাইনি। আমার টিম খুব  সাহায্য করেছে আমায়। আমার সময় মতই শ্যুটিং ফেলত। সবার সাহায্যেই অন্তিম পর্বের শ্যুটিংটা শেষ করতে পেরেছি। একটা ঘটনা মনে আছে, একদিন কৃশিবের খুব জ্বর। আমার শেষদিনের শ্যুটিং ছিল তারপরের দিন। সারারাত ওর সঙ্গে জেগেছি। পরের দিন শ্যুটিং-এ যাব। কৃশিব আমায় ছাড়তে চাইছিল না। শ্যুটিং-এ গিয়ে কাজে মন লাগছিল না। খারাপ লাগছিল। একজন মা হিসাবে অসুস্থ বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসাটা অনুচিত। আবার একজন অভিনেত্রী হিসাবে, জীবনে যাই হোক না কেন.. শো মাস্ট গো অন। নিজের জীবনে এই টানাপোড়েনটা প্রথম অনুভব করেছিলাম।'


কাজ শুরু করলেও এখনও কোনও বড় কাজ হাতে নেবেন না পূজা। কৃশিবের বড় হওয়ার সঙ্গী হতে চান তিনিও।