মুম্বই: চলচ্চিত্র জগতে ফের দুঃসংবাদ। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। আজ সকালে হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই হাসপাতালে পাঠানো হয় অভিনেতাকে। শুরু করা হয়েছিল চিকিৎসাও। তবে সবরকমের চেষ্টা করার পরেও শেষরক্ষা হয়নি।
আজ সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সকাল ১১.৩০ নাগাদ তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এরপর আরও বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় তারকার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তদ্ধ অনুরাগীরাও।
বিক্রম হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সরকারিভাবে কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবর জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কুমারাস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া-সহ রাজনৈতিক এবং ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা পুনিত রাজকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। কন্নড় ছবির সুপারস্টারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সবাই।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন পুনিত। সোশ্যাল মিডিয়ায় একটি ছবির জন্য শুভেচ্ছা জানান তিনি। সেই ছবিতে কাজ করেছেন তাঁর দাদা শিবারাজকুমার। ভাইয়ের দুঃসংবাদ শুনে হাসপাতালে যান শিবারাজকুমার। হাসপাতাল চত্বরে কড়া সুরক্ষা বলয় মোতায়েন করা হয়। হাসপাতালে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইও।
সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।
অন্যদিকে, অস্ত্রোপচার সফল হয়েছে রজনীকান্তের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন 'থালাইভা'। হাসপাতাল সূত্রের খবর, খুব তাড়াতাড়ি রজনীকান্তকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। তবে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে দক্ষিণী তারকাকে, খবর সংবাদসংস্থা আইএএনএস সূত্রে। গতকাল অর্থাৎ ২৮ অক্টোবর, হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। প্রথমে পরিবার সূত্রে জানানো হয়েছিল, নিয়মিত চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।