বিপাকে রাখী সবন্ত, আগাম জামিনের আর্জি খারিজ, ফের জারি গ্রেফতারি পরোয়ানা
প্রতিবাদের মুখে রাখী তাঁর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাখীর মন্তব্য বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত করেছে-এই অভিযোগে গত বছরের ৯ জুলাই রাখীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী।
যদিও এ ব্যাপারে জেলা দায়রা আদালতে একটি আর্জি দায়ের করেছেন রাখীর আইনজীবী। তিনি রাখীর জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছেন। তাঁর যুক্তি, রাখী বর্তমানে আমেরিকায় রয়েছেন। তাই আজ আদালতে হাজিরা দিতে পারেননি। জেলা দায়রা বিচারপতি গত ৫ আগস্ট শর্তসাপেক্ষে রাখীর আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছিলেন। শর্ত ছিল, রাখীকে ট্রায়াল কোর্টে ৭ আগস্ট হাজিরা দিতে হবে এবং বন্ড জমা দিতে হবে।
মামলার পরবর্তী শুনানি দিন আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করেছেন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিশভ গুপ্ত। আদালতে আজ হাজিরা না দেওয়ায় রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল।
বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত করার অভিযোগে দায়ের করা মামলায় অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী রাখী সবন্ত। লুধিয়ানার একটি আদালত তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -