কলকাতা: একের পর এক প্রেক্ষাগৃহে চলছে 'পুষ্পা ২' (Pushpa 2) ঝড়। 'পুষ্পারাজ' হিসেবে অল্লু অর্জুন (Allu Arjun)-এর অভিনয় চূড়ান্ত প্রশংসা পেয়েছে। তবে যে ছবির জন্য কার্যত কোণঠাসা অন্যান্য ছবিরা, তখনই নতুন ছবি মুক্তির জন্য এই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হল অল্লু অর্জুনের শো! বাংলায় যেখানে অল্লু অর্জুনের শো-এর জন্য অনেকগুলো শো হারাতে হয়েছে বাংলায়, সেই সময়ে একটা বিরাট সংখ্যক প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হল 'পুষ্পা ২'!


সমস্যা শুরু হয়েছে বরুণ ধবনের 'বেবি জন' ছবিটির মুক্তি নিয়েই। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে বরুণ ধবনের ছবি 'বেবি জন'। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, পুষ্পা ২ এর পরিবেশন অনিল থাদানির সঙ্গে কিছু সমস্যা হয়েছে বেবি জন-এর পরিবেশকদের মধ্যে। সমস্যা হয়েছিল অনিল থাদানি দাবি করেছিলেন যে, ২০ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে 'পুষ্পা ২' যতগুলো শো পাবে, বেবি জন যেত ততগুলোই শো পায়। অনিল থাদানি চেয়েছিলেন বেবি জন-এর জন্য যেন শো না হারাতে হয় 'পুষ্পা ২'-কে। তবে সেই শর্তে রাজি হয়নি পিভিআর ও আইনক্সের পরিবেশকেরা। আর সেই কারণেই উত্তর ভারতের সমস্ত পিভিআর ও আইনক্সের চেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে 'পুষ্পা ২'।  তবে এখানেই সমস্যার শেষ নয়, এই দুটি ছবি যদি সমান শো না পায়, তাহলে সপ্তাহান্তে আরও কিছু শো হারাতে পারে 'পুষ্পা ২'।


 






অন্যদিকে, ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিং দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এই প্রিমিয়ারে স্বামী ও দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রেবতীও। কিন্তু অল্লু অর্জুন হঠাৎ সেখানে আসার পরেই বদলে যায় পরিস্থিতি। প্রচুর মানুষের মধ্যে অভিনেতাকে আর একটু কাছ থেকে দেখার জন্য হইহই পড়ে যায়। ভিড়ের চাপে দমবন্ধ হয়ে আসে রেবতীর। একপরেই পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হয় রেবতীর ৮ বছরের ছেলেও। হাসপাতালে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। রয়েছে ভেন্টিলেশনে। এই ঘটনায় এর আগেই দুঃখপ্রকাশ করেছেন অল্লু অর্জুন।


আরও পড়ুন: Radhika Apte: কেমন ছিল মা হওয়ার সফর? প্রথমবার মনের কথা বললেন রাধিকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।