কলকাতা: কয়েক বছর আগে পর্যন্তও খুবই কম মানুষ জানতেন রাধিকা আপ্তে (Radhika Apte) বিবাহিত। আর সদ্য সন্তানের মা হয়েছেন তিনি। এই খবরও কার্যত আড়ালেই রাখতে চেয়েছিলেন রাধিকা। তবে একটি রেড কার্পেটের উপস্থিতিতে ধরা পড়ে যায়, তাঁর সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তার কয়েকমাস আগেই অবশ্য রাধিকা আপ্তে তাঁর স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন গোটা পৃথিবীকে। ব্রিটিশ ভায়োলিন বাদক ও কম্পোজার বেনেডিক্ট টেলরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন রাধিকা। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একমাত্র সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন রাধিকা। সেখানে দেখা যাচ্ছে, ল্যাপটপে কাজ করতে করতেই তিনি কোলে নিয়ে আসেন সন্তানকে। এরপরে সম্প্রতি 'ভোগ' ম্যাগাজিনে রাধিকা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার হওয়ার সফর নিয়ে কথা বলেছেন। রাধিকা জানিয়েছেন, তাঁরা সন্তানের জন্য যে পরিকল্পনা করেছিলেন এমনটা নয়, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই জানতেন রাধিকা। তবে তাঁর কাছে গোটা সফরটাই ছিল স্বপ্নের মতোই। 


রাধিকা আরও বলেছেন, অন্তঃসত্ত্বা হওয়াটা যে সহজ নয়, সেই কথা খুব বুঝেছেন রাধিকা। মেনোপজ বা পিরিয়ডের মতো স্বাভাবিক বিষয় হলেও হরমোনের এদিক ওদিক হওয়াটা ভীষণ কঠিন ব্যাপার। রাধিকা জানিয়েছেন, তাঁর শরীর অনেকটা ফুলে গিয়েছিল। রাতে ঘুম হত না। সারাদিন মেজাজ খারাপ হয়ে থাকত। এই কিছু ভাল লাগছে বা এই কিছু খারাপ লাগছে। তবে এই পরিবর্তনের মধ্যেও রাধিকা সৌন্দর্য্য দেখতে পেয়েছেন। সেই সঙ্গে রাধিকা জানিয়েছেন, যে তিনি প্রথমটা জানাতে চাননি যে তিনি অন্তঃসত্ত্বা। তবে এটা খুব অবাকভাবেই সামনে এসে গিয়েছে সবার। রাধিকা জানিয়েছেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত লন্ডনে থাকবেন তিনি। তারপরে আসবেন ভারতে। শেষবার 'মেরি ক্রিসমাস' সিনেমায় দেখা গিয়েছিল রাধিকাকে। দর্শকেরা অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীকে আরও অনেক ছবিতে দেখার জন্য। গোটা ভারতবর্ষ জুড়ে রাধিকার অনুরাগী রয়েছেন। 


 






আরও পড়ুন: Shahid-Kareena: দীর্ঘদিন পরে এক ফ্রেমে শাহিদ-করিনা, ফিরিয়ে আনলেন 'জব উই মেট' -এর স্মৃতি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।