নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। কবে ফের পর্দায় দেখা মিলবে পুষ্পা (Pushpa) ও শ্রীভল্লির (Srivalli)? কবে আবার 'ঝুঁকেগা নেহি' সংলাপে মাতবে গোটা দেশবাসী? কবে মুক্তি পাবে 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। ১৫ অগাস্ট মুক্তির দিন পর্যন্ত প্রহর গুনছেন সকলেই। তার মধ্যেই অনুরাগীদের উস্কে এক নতুন পোস্টার এল প্রকাশ্যে।


প্রকাশ্যে 'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার, সঙ্গে নতুন ঘোষণা


'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার এল প্রকাশ্যে। মঙ্গলবার, অর্থাৎ আজ, নতুন পোস্টারে দেখা মিলল একসঙ্গে পুষ্পারাজ ও শ্রীভল্লির। দেখা গেল অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নাকে। সেই সঙ্গে ঘোষণা করা হল ছবির দ্বিতীয় সিঙ্গল গান প্রকাশের তারিখও। 


যে পোস্টার প্রকাশ্যে এসেছে তাতে অল্লু অর্জুন ও রশ্মিকাকে নিজেদের বেশেই দেখা যাচ্ছে। নতুন গানের হুক স্টেপের ঝলক মিলল ছবিতে। নতুন এই গানকে 'দ্য কাপল সং' বলে ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। আগামীকাল সকাল ১১টা ০৭ মিনিটে মুক্তি পাবে এই নতুন গান। ডিএসপির সঙ্গীত পরিচালনায়, চন্দ্র বোসের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। ৬ ভাষাতেই মুক্তি পাবে এই গান এবং প্রত্যেকটিতেই শ্রেয়ার কণ্ঠ শোনা যাবে বলেই খবর। বাংলাতেও মুক্তি পাবে এই গান, যার নাম 'আগুনের'।


 






এই মাসের শুরুর দিকেই মুক্তি পেয়েছে 'পুষ্পা ২' ছবির প্রথম গান 'পুষ্পা পুষ্পা'। সেই গানটিও, তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়লম ও বাংলা, ৬ ভাষায় মুক্তি পেয়েছিল।


আরও পড়ুন: Panchayat Season 3: মুক্তি পেল 'পঞ্চায়েত সিজন থ্রি', বিনা খরচেই কীভাবে দেখতে পারবেন জানেন ?


'মৈত্রী মুভি মেকার্স' ও 'মুত্তামসেট্টি মিডিয়া'র প্রযোজনায় এই ছলি মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট। ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা ১'। গোটা দেশের পাশাপাশি সারা বিশ্বে ঝড় তোলে এই প্যান-ইন্ডিয়া ছবি। সুকুমারের পরিচালনায় তৈরি এই ছবির শেষ দৃশ্যেই ইঙ্গিত ছিল যে ছবির দ্বিতীয় ভাগ তৈরি হবে। 


'পুষ্পা ২' ছবিতে অভিনয় করতে দেখা যাবে অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।