Pushpa 2: The Rule Reloaded: গতকাল মঙ্গলবারই অল্লু অর্জুনের অনুরাগীদের অবাক করা উপহার দিয়েছেন 'পুষ্পা ২' (Pushpa 2 Reloaded) ছবির নির্মাতারা। ঘোষণা করা হয়েছে, এই ব্লকবাস্টার হিট ছবির সঙ্গে আরও ২০ মিনিটের বাড়তি ফুটেজ জুড়ে যাবে এবং আর বাড়তি ফুটেজ সহ পুরো ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে আর কিছুদিন পরেই। ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ ঝড় (Pushpa 2) তুলেছে এই ছবি। পঞ্চম সপ্তাহেও হইহই করে প্রেক্ষাগৃহে চলছে অল্লু অর্জুন আর রশ্মিকা মন্দানার জাদু। এই ছবিটি হিন্দিতে প্রথম ডাবিং করা ছবি হিসেবে ৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। আর বিশ্বজুড়ে ১৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি।


Pushpa 2 Reloaded


'পুষ্পা ২' ছবির নির্মাতারা ঘোষণা করেছেন এই ছবির রিলোডেড ভার্সনটি আগামী ১১ জানুয়ারি থেকে সমস্ত প্রেক্ষাগৃহে দেখা যাবে। আর এই আকর্ষণীয় আপডেটটি ঘোষণা করার পরে ছবির নির্মাতারা সমাজমাধ্যমে জানিয়েছেন, 'পুষ্পা ২ দ্য রুল রিলোডেড ভার্সনে অতিরিক্ত ২০ মিনিট ফুটেজ সহ প্রেক্ষাগৃহে দেখা যাবে ১১ জানুয়ারি থেকে।



এক্স হ্যান্ডলে এই ঘোষণার সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে অল্লুর তা ছবির জাপানের কাহিনির অংশ এবং মূল ছবিতে এই দৃশ্য দেখা যায়নি। ফলে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় এই নতুন অংশগুলি দেখার জন্য। দক্ষিণী ছবির মধ্যে রামচরণের 'গেম চেঞ্জার'-এর সঙ্গে এখন প্রতিদ্বন্দ্বিতায় এই ছবি।


ইতিমধ্যেই আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অল্লু অর্জুনকে শুভেচ্ছা জানানো হয়েছে। নীতেশ তিওয়ারির 'দঙ্গল'-এর রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে এই ছবি। অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত 'পুষ্পা ২' ছবিটি ২৫ দিনে প্রায় ১৭৬০ কোটি টাকার ব্যবসা করেছে এবং 'দঙ্গল' ছবিটি আয় করেছিল ২০৭০ কোটি টাকার। ফলে আর কিছুদিনের মধ্যেই দঙ্গলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবে 'পুষ্পা ২'। নতুন বছর শুরু হয়েছে। আর এই নতুন বছরে নতুন সিদ্ধান্ত নিয়েছেন অল্লু অর্জুন। ছবির কারণে দীর্ঘদিন ধরেই দাড়ি রাখছিলেন অল্লু অর্জুন, তবে এবার নাকি দাড়ি কেটে ফেলার কথা ভাবছেন তিনি। কারণ তাঁর মেয়ে আরহার একেবারেই পছন্দ নয় এই দাড়ি। আর তাই মেয়ের কথা রাখতে সম্ভবত এবার দাড়ি-গোঁফ কেটে ফেলবেন অল্লু।


আরও পড়ুন: Gold Price: বুধবারের বাজারে ২২ ক্যারাট সোনা কিনতে সাশ্রয় হবে ? আজ দাম বাড়ল না কমল ?