নয়াদিল্লি: বুধবার দুর্ঘটনার (accident) শিকার হল 'পুষ্পা ২' ইউনিট (Pushpa 2)। তেলেঙ্গানা (Telengana) থেকে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ফেরার পথে শিল্পী সমেত একটি বাস দাঁড়িয়ে থাকা একটি পিটিসি বাসে ধাক্কা মারে। সূত্রের খবর, নার্কেটপল্লির কাছে হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছে ইউনিটের দু'জন শিল্পী এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। 


দুর্ঘটনার কবলে 'পুষ্পা ২'-এর টিম বাস


বুধবার হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে 'পুষ্পা ২'-এর একটি টিম বাস। সূত্রের খবর, সেই বাসে ছিলেন ছবির একাধিক কলাকুশলী। একইসঙ্গে এও শোনা যাচ্ছে যে দুর্ঘটনায় আহত হননি ছবির মুখ্য অভিনেতা, তারকা অল্লু অর্জুন। যদিও নির্মাতাদের তরফে এই দুর্ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। যাঁরা আহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।


প্রসঙ্গত, করোনা আবহে ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় তেলুগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ'। অল্লু অর্জুন অভিনীত এই ছবি প্যান ইন্ডিয়া খ্যাতি লাভ করে। এমনকী দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ঝড় তোলে এই ছবি। 'পুষ্পা' ছবির গানে পা মেলান তামাম দর্শক, তাবড় তারকারাও। সেই ছবির মুক্তির পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ছবির দ্বিতীয় খণ্ডের। প্রথম ছবির শেষেই দ্বিতীয় পর্বের নাম ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার


এই আবহে ২০২৩ সালে, অল্লু অর্জুনের জন্মদিনের প্রাক্কালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রুল'-এ অল্লু অর্জুনের প্রথম লুক। প্রথম পোস্টারেই নজর কাড়েন তিনি, কয়েক গুণ বাড়িয়ে দেন উৎসাহ। গাঢ় নীল গায়ের রঙের মধ্যে জ্বলজ্বল করছে সিঁদুরমাখা কপাল, তাতে সবুজ, সাদা চন্দন। পরনে নাহ... অন্য কোনও পোশাক নয়, লাল ব্লাউজ দিয়ে আঁটোসাঁটো করে পরা নীল শাড়ি! হাতে চুড়ি, গয়না, গলা ঢাকা হারে। কানে ঝুমকো। সঙ্গে লেবু আর ফুলের মালাও। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র এই লুক এক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে একটি ভিডিও শেয়ার করে ‘পুষ্পা’-র নির্মাতারা। ভিডিওতে ধরা পড়ে, শহর জুড়ে কেবল খোঁজ চলছে, 'পুষ্পা' কোথায়? শেষে নির্মাতারা জানালেন, এই খোঁজ শেষ হবে খুব তাড়াতাড়ি। তারপরই পুষ্পার নয়া লুক আসে প্রকাশ্যে।