কলকাতা: কত আয় হল 'পুষ্পা ২' (Pushpa 2) ছবির? প্রথম দিন থেকেই নজর রয়েছে তার ওপর। গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। তবে কত আয় হল এই ছবির? একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবির সব মিলিয়ে কত আয় হল, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। ট্রেন্ডে রয়েছে 'পুষ্পা ২' -র প্রথম দিনের কালেকশন। নজর রাখা যাক কোথায় কত আয় করল এই ছবি।
Sacnilk website জানাচ্ছে, এই ছবি প্রথম দিনেই শুধুমাত্র ভারতে আয় করেছে ১৭৫.১ কোটি। এই ছবির প্রচারও হয়েছিল যথেষ্ট। মনে করা হচ্ছে, ছবির প্রচার যে উন্মাদনা তৈরি করেছিল, তাতে প্রভাবিত হয়েই প্রথম দিনই ছবিটা দেখে ফেলতে চান অনেকেই। তবে শুধুমাত্র হিন্দিতে নয়, এই ছবির তেলুগু থেকেও আয় হয়েছে প্রচুর। জানা যাচ্ছে, তেলুগু ভাষায় এই ছবি ৯৫.১ কোটি উপার্জন করেছে। এটাই এখনও পর্যন্ত 'পুষ্পা'-র সবচেয়ে বেশি উপার্জন। এরপরেই আসে হিন্দি ভাষা। এই ভাষায় ছবিটি আয় করেছে ৬৭ কোটি টাকা। অন্যদিকে তামিল নাড়ুতে এই ছবিটি আয় করেছে ৭ কোটি টাকা।
এই ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছিল। এরপরে যত বেলা গড়িয়েছে, ততই বেড়েছে ছবির আয়। তবে এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেরই মনে হয়েছে, 'পুষ্পা'-র প্রথম অংশের মতো জমাটি হয়নি এই ছবি। খামতি রয়ে গিয়েছে অনেক জায়গাতেই। এই ছবি ইতিমধ্যেই ভেঙ্গে দিয়েছে 'আর আর আর' ছবির রেকর্ড। যাঁরা প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের মধ্যেও উত্তেজনা এবং উন্মাদনার পারদ রয়েছে তুঙ্গে। কেউ গিয়েছেন সকাল ৭টার শো-দেখতে। কেউ বা সিনেমা হলে বসে চোখের পলক ফেলেননি এই ভেবে, যদি কিছু দেখা বাদ পড়ে যায়। অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মান্দানার প্রশংসাতেও পঞ্চমুখ দর্শকমহল। অনেকেই বলছেন, অল্প দিনের মধ্যেই 'ন্যাশনাল ক্রাশ' হয়ে যাবেন রশ্মিকা। 'পুষ্পা ২- দ্য রুল' ছবির বিষয়ে আলোচনা করতে গিয়ে দর্শকরাই টেনেছেন 'অ্যানিম্যাল' ছবির প্রসঙ্গে। অনেকেই বলছেন, 'অ্যানিম্যাল' ছবিতে যেভাবে পুরুষতন্ত্রের জয়জয়কার হয়েছে এবং নারীদের অবমাননা করা হয়েছে, 'পুষ্পা ২'- তে দেখা গিয়েছে ঠিক তার উল্টো দৃশ্য। এখানে নারীকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার ঘটনার দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্যে। আমাদের জীবনে মহিলাদের ভূমিকা কী, একটি পরিবারে মহিলাদের ভূমিকা কী, সবই দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে।
আরও পড়ুন: Pushpa 2 The Rule: সিনেমা হলে চলছে না 'পুষ্পা ২', মালিককে খুনের হুমকি, থিয়েটারে ভাঙচুর, আটক যুবক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।