কলকাতা: ব্যক্তিগত জীবনে তিনি যতই আইনের ফাঁদে পড়ুন না কেন, তাঁকে নিয়ে যতই চর্চা হোক না কেন, বক্স অফিসে কিন্তু কার্যত অপ্রতিরোধ্য় তাঁর ছবির গতি। ইতিমধ্যেই তাঁর ছবি আয় করে ফেলেছে কোটি কোটি টাকা। শুধু তাই নয়, দিন যত বাড়তে, তত বাড়ছে আয়। কিছু জায়গায় তো আয়ের ওপর ভিত্তি করে বাড়ানো হয়েছে শো-ও। তাঁর পরে মুক্তি পাওয়া 'বেবি জন' যখন বক্সঅফিসে ধুঁকছে, তখন বক্সঅফিসে রাজ খালি 'পুষ্পা ২'-এর ই। অল্লু অর্জুনের এই ছবি ইতিমধ্যেই প্রচুর টাকা উপার্জন করে ফেলেছে। সেই টাকার অঙ্কটা কত? বিশেষজ্ঞরা কী বলছেন, কত টাকায় গিয়ে দাঁড়াতে পারে 'পুষ্পা ২'-এর আয়, দেখে নেওয়া যাক এক নজরে। 


অল্লু অর্জুন (Allu Arjun) , রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana), ফাহাদ ফাসিল (Fahad Fassil) অভিনীত এই ছবি চতুর্থ সপ্তাহান্তে পায়ে পায়ে এগিয়ে চলেছে ৭০০ কোটির দিকে। প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল ৩৮৯ কোটি। দ্বিতীয় সপ্তাহে এই ছবির আয় ছিল ১৭৮ কোটি। তৃতীয় সপ্তাহে এই ছবির আয় ছিল ৯৫ কোটির কিছু বেশি। আর চতুর্থ শুক্রবার এই ছবির আয় হয়েছে ৬.২৫ কোটি। তবে শনি ও রবিবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ছবির আয়। মনে করা হচ্ছে, বছরের শেষে ছবিটি দেখে ফেলতে চাইছেন অনেকেই। বছরের শেষে বর্তমানে ছুটির মেজাজে রয়েছেন সবাই। আর সেই কারণেই বেড়েছে এই ছবির আয়। চতুর্থ সপ্তাহান্তে এই ছবির আয় ১১ কোটি টাকা। ধীরে ধীরে এই ছবি এগিয়ে যাচ্ছে ৭০০ কোটির লক্ষ্যমাত্রার দিকে। গত ২৫ দিনে এই ছবিটি উপার্জন করেছে ৬৮৮.৭৫ কোটি। মনে করা হচ্ছে, এই ছবির হিন্দি ভার্সনটি বক্সঅফিসে ৭৫০ কোটির মতো রোজগার করতে পারে। তাই যদি হয়, তাহলে 'পুষ্পা ২'-কে অন্যতম ব্লগবাস্টার হিসেবে ধরা হবে। 


অন্যদিকে, সমস্যা যেন পিছু ছাড়ছে না অল্লু অর্জুনের (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। এর রাত জেলেও কাটাতে হয়েছিল তাঁকে। আর এবার সেই ঘটনায় জেলে ভার্চুয়াল হাজিরা দিলেন অল্লু অর্জুন। ঘটনার শুরুটা হয়েছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত একটি স্পেশাল স্ক্রিনিং থেকে। 'পুষ্পা ২' দেখার জন্য আগে থেকেই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আর হঠাৎ সেখানে আসেন অল্লু অর্জুন। দক্ষিণী তারকাকে দেখার জন্য বাঁধ ভাঙে উচ্ছাসের। আর জনতার ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতি নামে এক মহিলার। গুরুতর আহত হয় ওই মহিলার ৯ বছরের শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আর এই ঘটনায় মামলা রুজু করা হয়েছিল অভিনেতার নামে। সদ্যই সেই মামলায় ভার্চুয়াল হাজিরা দিয়েছেন অল্লু অর্জুন


আরও পড়ুন: Jojo Mukherjee: শুনতে হয়েছে, আমি স্টেজ করে গেলে পরিবেশ নষ্ট হয়ে যায়