Pushpa 2 Stampede: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি সম্প্রতি তেলেঙ্গানা বিধানসভায় অল্লু অর্জুনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই আইনি জটিলতার (Allu Arjun) মুখোমুখি হয়েছেন অল্লু, এমনকী এক রাত জেলেও কাটাতে হয়েছে তাঁকে। একটি বালকের গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় (Pushpa 2 Stampede) অল্লু নিজেও এঁর আগে সহানুভূতি জানিয়েছেন এবং তাঁর পরিবারকে সবরকমভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তারপরেও মিথ্যে অভিযোগ কমছেই না।


কী অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক


তেলেঙ্গানা বিধানসভায় মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং আকবরউদ্দিন ওয়েইসি অভিযোগ করেছেন যে সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষ্যে জমায়েতের মধ্যে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান এবং তাঁর সন্তান আহত হন গুরুতরভাবে, এই ঘটনা শোনার পর অল্লু নাকি তাঁর দিকে একবার চেয়ে মুচকি হেসে বলেছিলেন যে এবার ছবি সত্যিই হিট হবে। এমনকী মুখ্যমন্ত্রী এও অভিযোগ তুলেছেন যে কোনোরকম পুলিশি অনুমতি ছাড়াই অল্লু অর্জুন সেই রোড শো করেছেন। এমনকী এই ঘটনায় অল্লুর পাশে দাঁড়িয়েছেন সমস্ত বড় বড় অভিনেতা-শিল্পীরা আর তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। এই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিকেও সমালোচনা করতে ছাড়েননি তিনি।


অল্লু কী বলেন


শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে অল্লু অর্জুন এই ঘটনায় একটি সাংবাদিক সম্মেলন করে এই নতুন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন এবং নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, 'প্রেক্ষাগৃহগুলি আমার কাছে মন্দিরের মত। এরকম ঘটনা তাই আমাকে কষ্ট দেয়। কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে, বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা। আমাকে মানুষ ২০ বছর ধরে চেনেন, আমি কি এরকম কথা বলতে পারি ? আমি তো নিজের কাজেও যেতে পারছি না'। অল্লু আরও বলেন যে বিগত ২০ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও অসচেতন হই না।



কীভাবে এত জমায়েত হল ? এঁর উত্তর অল্লু জানান, 'পুলিশের সঙ্গে এর আগেই প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কথা হয়ে গিয়েছিল। কোনো রোড শো করিনি আমি। শুধু আমি আমার গাড়ি থেকে বেরিয়ে অনুরাগীদের হাত নেড়ে বলতে চেয়েছিলাম যাতে তারা রাস্তা ছেড়ে দেয়। যে কোনও রাজনৈতিক নেতা এই কাজ করে থাকেন।'


আহত ছেলেটিকে দেখতেও যাননি অল্লু, কারণ জিজ্ঞাসা করলে তিনি স্পষ্টই সংবাদমাধ্যমকে জানান যে তিনি আইনি জটিলতায় এতটাই জর্জরিত ছিলেন যে যাওয়া সম্ভব হয়নি। তাঁর জিবনের খুব দুর্দশার পরিস্থিতি এটি। তাঁর নিজেরও একই বয়সের সন্তান রয়েছে, তিনিও একজন পিতা। সন্তানের এই অবস্থায় বাবার কী মনে হতে পারে তিনি স্পষ্টই জানেন। একইসঙ্গে তিনি এও উল্লেখ করেন যে ছবির টিম আহত ছেলেটির জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করেছে।


আরও পড়ুন: Srijit Mukherji: সৃজিতের নতুন ছবিতে বারো চমক, প্রথম ঝলক রইল এবিপি লাইভে