নয়াদিল্লি: দর্শক অপেক্ষায় বহু দিন ধরে। কবে ফের প্রেক্ষাগৃহে হাজির হবেন পুষ্পা (Pushpa)? জোরকদমে চলছিল সুকুমার (Sukumar) পরিচালিত অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে স্থগিত করা হয়েছে ছবির শ্যুটিং। তার বদলে নতুন শিডিউল দেওয়া হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু কেন? কী হল হঠাৎ?


ফের পিছিয়ে গেল 'পুষ্পা ২' ছবির শ্যুটিং, কেন?


বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ছবিগুলির অন্যতম সুকুমার পরিচালিত অল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা: দ্য রুল'। কিছুদিন আগেই হায়দরাবাদের বিখ্যাত 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City) ছবির নতুন শ্যুটিং শিডিউল শুরু হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারার কথা সেখানে। তবে সূত্রের খবর, সেই শ্যুটিং শিডিউল পিছিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাখা হয়েছে। 


সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় প্রবল পরিমাণে পিঠের ব্যথায় কাবু হয়েছেন পর্দার পুষ্পা অর্থাৎ অল্লু অর্জুন। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই সমস্যা হয়েছে তাঁর। যদিও তিনি সেভাবেই শ্যুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক সুকুমার সিদ্ধান্ত নিয়েছেন বিরতি নেওয়ার যাতে অল্লু অর্জুনের স্বাস্থ্যে কোনও গুরুতর প্রভাব না পড়ে। (Allu Arjun Health Update)


গত ১১ সেপ্টেম্বর নির্মাতাদের তরফে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার। অবশেষে ঘোষণা করা হয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৫ অগাস্ট, মুক্তি পাবে 'পুষ্পা ২'। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'র (Mythri Movie Makers) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ। সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দানাও ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি।