সিলেট: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (BAN vs NZ 1st Test) সিলেটে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটসহ মোট ১০ উইকেট নিলেন তারকা বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম (Taijul Islam)। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই ১৫০ রানে কিউয়িদের হারাল বাংলা টাইগাররা। এই প্রথমবার ঘরের মাঠে কিউয়িদের পরাজিত করল বাংলাদেশ।

  


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮তম টেস্ট ম্যাচ খেলে এই নিয়ে মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমবার বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১০ রান তোলে। গ্লেন ফিলিপ্সের স্পিনের সুবাদেই দুই উইকেটে ১৮০ রান থেকে ৩১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস।


জবাবে কেন উইলিয়ামসনের ২৯তম টেস্ট শতরানের সুবাদে বাংলাদেশের রান টপকে যায় নিউজ়িল্যান্ড। তবে মাত্র সাত রানেরই লিড নিতে সক্ষম হয় কিউয়িরা। বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ও মমিনুল হক যথাক্রমে চারটি ও তিনটি উইকেট নেন। অল্প রানে পিছিয়ে থেকে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। বাংলা টাইগারদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। দুরন্ত শতরান হাঁকান তিনি।


শান্তর ১০৫ রান ও মুশফিকুর রহিমের ৬৭ রানের ইনিংসে বাংলাদেশ বোর্ডে ৩৩৮ রান তোলে। আজাজ় পটেল চারটি উইকেট নেন। ম্যাচ জিততে কিউয়িদের বেশ চ্যালেঞ্জিং ৩৩২ রানের টার্গেট সেট করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশি স্পিন আক্রমণের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয় নিউজ়িল্যান্ড ব্যাটিং। ডারিল মিচেল এবং টিম সাউদি ৫৮ ও ৩৪ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ১৮১ রানে শেষ হয়ে যায় নিউজ়িল্য়ান্ডের ইনিংস। ১৫০ রানের বিরাট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সিরিজ়ের দ্বিতীয় টেস্টে ৬ ডিসেম্বর মিরপুরে ফের একবার দুই দল একে অপরের মুখোমুখি হবে। ১০ উইকেট নিয়ে তাইজুলই ম্যাচ সেরা নির্বাচিত হন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পডুন: বিমানবন্দরে নেই কোনও আধিকারিক, অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্য হয়ে নিজেরাই ব্যাগ বইলেন পাক তারকারা