মুম্বই: ‘পুত্তর ইস তরফ মত আও!’ এবার কঙ্গনা রানাউতকে হুঁশিয়ারি বার্তা মিকা সিংহের। চলতি কৃষক আন্দোলন নিয়ে পঞ্জাবের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে ট্যুইটে বিবাদ চলছে কঙ্গনার। পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের হাজার হাজার কৃষক কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের চালু করা তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার সহ কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। দিল্লি সীমান্তের নানা জায়গা অবরোধ করে রেখেছেন তাঁরা। এপর্যন্ত সরকারের সঙ্গে তাঁদের পাঁচ রাউন্ড বৈঠকেও বরফ গলেনি। আগামী মঙ্গলবার সারা ভারত ধর্মঘট ডেকেছেন কৃষকরা।
কঙ্গনার বিরুদ্ধে কৃষকদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ উঠেছে। গতকাল তার নিন্দা করে কঙ্গনাকে মিকা পরামর্শ দেন, তিনি যেন অভিনয় নিয়েই মাথা ঘামান! বৃহস্পতিবার এক ট্যুইটে এই পঞ্জাবি গায়ক লেখেন, তিনি নিজেকে কঙ্গনার অনুরাগী বলে মনে করলেও আন্দোলনকারী কৃষকদের সমাবেশে হাজির হওয়া এক বৃ্দ্ধা সম্পর্কে তাঁর মন্তব্য মেনে নিতে নারাজ। কঙ্গনার ওই মন্তব্যের নিন্দা করেছেন দিলজিত দোসাঞ্জ, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অ্য়ামি ভির্ক ও আরও অনেকে।


আজকের ট্য়ুইটে মিকা লেখেন, আমার সব পঞ্জাবি ভাইদের বলব, শান্ত থাকুন। টিম কঙ্গনা আমাদের আলোচ্য় বিষয় নয়, ওদের সঙ্গে ব্যক্তিগত কোনও বাদ-বিবাদও নেই আমার। একটা ভুল করে ফেলেছেন, এখন দেখছেন, তার কী তীব্র প্রতিক্রিয়া হয়। সরি না বললেও ট্যুইটটা মুছে ফেলেছেন। আমাদের উদ্দেশ্য কৃষকদের পাশে দাঁড়ানো, তাই সেদিকেই নজর দিন। ক্ষ্যাপাটে, ওঁকে ওঁর মতো জীবন কাটাতে দিন। বেটা @KanganaTeam কর্ণ জোহর, রণবীর, হৃত্বিক বা বলিউডের অন্য় সেলেব্রিটির মতো সফট টার্গেটের বেলায় পার পেয়ে যাবেন, কিন্তু পুত্তরজি ইস তরফ মত আও (আমাদের সঙ্গে বিবাদ কোরো না)।
এর আগেও মিকা কঙ্গনাকে বিদ্রুপ করেছেন, সোস্য়াল মিডিয়ায় ‘শেরনি’ সাজা, ভান করা সহজ। কিন্তু দুর্বল, বিপন্ন লোকজনকে সাহায্য করতে পারেন কিনা, সেটাই দেখুন।
কঙ্গনা গত বৃহস্পতিবার দিলজিত্কে কর্ণ জোহরের ‘পোষ্য’ বলেও কটাক্ষ করেন, যা নিয়ে দিনভর দুজনের বাকযুদ্ধ চলে সোস্যাল মিডিয়ায়।