নয়াদিল্লি: দিল্লির কনকনে ঠাণ্ডার মধ্যেও কৃষক আন্দোলনের উত্তাপ বাড়ছে। যাঁরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন, তাঁদের শীতবস্ত্রের জন্য এক কোটি টাকা দিলেন পঞ্জাবের গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। পঞ্জাবি গায়ক সিঙ্গা সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।


দিলজিৎ গতকাল সিঙ্ঘু সীমান্তে গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারকে কৃষকদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই গায়ক-অভিনেতা। কৃষকরা কীভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, সংবাদমাধ্যমকে সেই ছবি তুলে ধরার অনুরোধও জানিয়েছেন তিনি।

‘উড়তা পঞ্জাব’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন দিলজিৎ। তাঁকে ‘ফিলাউরি’ ছবিতেও দেখা গিয়েছে। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁর বক্তব্য, ‘কৃষকদের কুর্ণিশ জানাই। আপনারা নতুন ইতিহাস তৈরি করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস বর্ণনা করা হবে। কারও কৃষকদের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া উচিত নয়।’

কৃষক আন্দোলন-বিক্ষোভের কেন্দ্রে যোগ দেওয়া বৃদ্ধাকে শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের মুখ বিলকিস বানো বা ‘দাদি’- বলে ভুল করে চিহ্নিত করে বিদ্রুপাত্মক মন্তব্য করায় বৃহস্পতিবার কঙ্গনার সমালোচনা করেন দিলজিৎ। যাঁকে ঘিরে বিতর্ক, সেই বৃ্দ্ধার নাম মহিন্দর কউর বলে জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি। এরপরেই কঙ্গনার সঙ্গে তাঁর বাগযুদ্ধ শুরু হয়। কঙ্গনা সেই পোস্ট মুছে ফেললেও, দিলজিৎকে কটাক্ষ করে পরিচালক করণ জোহরের ‘পোষ্য’ বলেন। কঙ্গনার অনুগামী, ভক্তরা তাঁর পাশে থাকলেও  দিলজিৎ ট্যুইটার ব্যবহারীদের ভাল সমর্থন পান। একধাক্কায় তাঁর ফলোয়ার সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৪৩ লক্ষেরও বেশি।

দিলজিৎ ছাড়াও পঞ্জাবের আরও অনেক শিল্পী কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতি আন্দোলনে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। তাঁর হুঁশিয়ারি, ‘সরকার যদি কালো আইন প্রত্যাহার না করে, তাহলে আমি রাজীব গাঁধী খেল রত্ন পুরস্কার ফিরিয়ে দেব। এটা খেলার জন্য দেশের সবচেয়ে বড় সম্মান। আমি পঞ্জাবে প্রশিক্ষণ নিয়েছি। সেই সময় কৃষকদের রুটি খেয়েছি। আজ তাঁরা যখন এই ঠান্ডার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমি তাঁদের ভাই হিসেবে এসেছি। হরিয়ানার অন্যান্য অ্যাথলিটদেরও এখানে আসার ইচ্ছা ছিল। কিন্তু তাঁরা সরকারি চাকরি করেন। কৃষক আন্দোলনে যোগ দিলে তাঁরা সমস্যায় পড়বেন। তবে তাঁরা জানিয়েছেন, কৃষকদের সঙ্গে আছেন।’

আজ অর্জুন পুরস্কারপ্রাপ্ত রাজবীর কউর, গুরমাইল সিংহ, প্রাক্তন কুস্তিগীর কর্তার সিংহ, প্রাক্তন বক্সার জয়পাল সিংহ ও ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত অজিত সিংহ কৃষক আন্দোলনকে সমর্থন করার কথা জানিয়েছেন।