মুম্বই: বছরের পর বছর কেটে গিয়েছে, বলিউড ডাকতে ভুলে গিয়েছে তাঁকে। চোখের সামনে এসে পড়েছেন নতুন নতুন অভিনেতা, সোলজার-এর ববি দেওলকে ভুলে গিয়েছে দর্শক। ববি জানিয়েছেন, এই পরিস্থিতিতে ভয়ঙ্কর অবসাদে ভুগছিলেন তিনি।

ববি জানিয়েছেন, অভিনেতা হিসেবে তাঁদের নিয়মিত শরীরচর্চা করা জরুরি। কিন্তু কাজ না পাওয়ার হতাশায় সব ছেড়ে দিয়েছিলেন তিনি। আত্মগ্লানিতে ছেয়ে গিয়েছিল মন, যন্ত্রণা ভুলতে প্রতিদিন মদ খেতেন। এই সঙ্কটজনক সময় থেকে বার হতে তাঁকে সাহায্য করেন তাঁর পরিবারের লোকজন ও সলমন খান। তা ছাড়া দুই ছেলে আর্যমান ও ধরমের সামনে নিজেকে তুলে ধরার বাসনাও ছিল।

[embed]https://www.instagram.com/p/BjfI334gwvs/?utm_source=ig_embed[/embed]

এ সময় শ্রেয়স তলপাড়ে তাঁর কাছে নিয়ে আসেন পোস্টার বয়েজ-এর অফার। বক্স অফিসে ছবিটি ভাল না করলেও ববির অভিনয় প্রশংসিত হয়। পুরনো আত্মবিশ্বাস ফিরে পান তিনি।

রেস ৩-তে সলমন ববিকে সুযোগ করে দেন। ববি জানিয়েছেন, একদিন সাধারণ কথাবার্তার সময় সলমন তাঁকে বলেন, দেখ যখন আমার কেরিয়ার চলছিল না, আমি তখন তোর দাদা সানি দেওল আর সঞ্জয় দত্তের পিঠে চড়েছিলাম। শুনে ববি বলেন, মামা, আমাকে তোর পিঠে চড়তে দে। একদিন সলমন ফোন করে তাঁকে বলেন, শার্ট খুলবি? তিনি বলেন, আমি সব কিছু করতে রাজি। এরপরই হাতে এল রেস ৩-র কাজ।

ববি জানিয়েছেন, এখন আবার নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে তাঁর, আর একদিনও ঘরে বসে থাকতে চান না। রেস ৩-র পর তিনি হাউসফুল ৪-এর কাজ শুরু করবেন। এছাড়া বাবা ধর্মেন্দ্র ও দাদা সানির সঙ্গে ইয়ামলা পাগলা জিওযানা ফির সে ছবিরও শ্যুটিং শুরু হবে।