কলকাতা: তিনি ছোটপর্দার 'দিদি নম্বর ওয়ান', তবে ব্যক্তিগত জীবনে বিভিন্ন ভূমিকায় নিজেকে কত নম্বর দেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)? বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না রচনা, একমাত্র পুত্র প্রণিলকে ঘিরেই তাঁর জীবন। সঙ্গে রয়েছে কেরিয়ার ও কাজ। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে কী হতাশা কাজ করে অভিনেত্রীর মনে?


একটি 'টক শো' -তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন রচনা। সেখানে তিনি বলেন, 'মা হিসেবে আমি নিজেকে ৭ নম্বর দেব। কারণ ছেলেকে যতটা সময় দেওয়া উচিত, কাজের কারণে আমি তা দিতে পারি না।' অন্যদিকে, বৈবাহিক সম্পর্ক নিয়েও নিজের মনে কথা বলেছেন তিনি। স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনত বিচ্ছেদ না হলেও, আলাদা থাকেন রচনা। ছেলের কথা ভেবেই আইনত বিচ্ছেদের পথে হাঁটেননি অভিনেত্রী। তবে স্ত্রী হিসেবে নিজেকে যোগ্য মনে করেন না তিনি নিজেই!


ওই টক শো-তে এসেই অভিনেত্রী বলেন, 'স্ত্রী হিসেবে আমি নিজেকে শূন্য দেব। কারণ, স্বামীর সঙ্গে আমি যতটা মানিয়ে আমার চলা উচিত ছিল, তা আমি পারিনি। প্রত্যেকের জীবনেই একটা লক্ষ্য থাকে, চাওয়া পাওয়া থাকে। আমরা, বিশেষ করে মেয়েরা যাঁরা অভিনয় জগতে রয়েছি, তাঁদের বিবাহ করার আগে ভাবনাচিন্তা করা উচিত। এমন মানুষকে বিয়ে করা উচিত যাঁরা সেই পেশাটাকে বুঝবেন। আমাদের পেশাটা অন্যদের চেয়ে অনেক আলাদা। কেবল বোঝা-জানা নয়... অপর মানুষটাকে অনেক ত্যাগও করতে হয়। এইগুলো না হলে, সুখী সংসার হওয়া খুব মুশকিল।'


প্রসঙ্গত, প্রবালের সঙ্গে বিয়ে করার আগে, কটকে সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেেছিলেন রচনা। সেই সময়ে দক্ষিণী ছবিতে কাজ করতে তিনি। তবে পরবর্তীতে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রচনা। তাঁদের কোনও সন্তান ছিল না। এরপরে প্রবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রচনা। তাঁদের একমাত্র ছেলে রয়েছে প্রণীল। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকেন রচনা। প্রণীল বড় হচ্ছে অভিনেত্রীর কাছেই। ছেলেকে সিঙ্গল মাদার হিসেবে বড় করেছেন রচনা। বারে বারেই তিনি বলেছেন, কোনও সম্পর্কে জড়াতে চান না তিনি। 


ছোটপর্দায় 'দিদি নম্বর ওয়ান'-রচনার জনপ্রিয়তাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তবে একাধিক ছবিতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রচনা।


আরও পড়ুন: Shah Rukh Khan: ক্যামেরার সামনে প্রথমবার শার্ট খুলবেন, 'দার্দ এ ডিস্কো' শ্যুটের আগে ২ দিন জল খাননি শাহরুখ!