কলকাতা: UGC NET-এর বিষয় ভিত্তিক সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। আগামী মাসেই রয়েছে এই পরীক্ষা। কবে কোন পরীক্ষা তা জানিয়ে দিল কর্তৃপক্ষ। nta.ac.in এই ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বিস্তারিত সূচি। পরীক্ষার দশ দিন আগে পরীক্ষাকেন্দ্র জানিয়ে দেবে NTA।
কবে কোন পরীক্ষা?
- ৬ ডিসেম্বর প্রথম ধাপে হবে ইংরেজি, দ্বিতীয় ধাপে হবে ইতিহাস পরীক্ষা।
- ৭ ডিসেম্বর প্রথম ধাপে কমার্স। দ্বিতীয় ধাপে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন
- ৮ ডিসেম্বর দ্বিতীয় ধাপে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিলোজফি
- ১১ ডিসেম্বর প্রথম ধাপে রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় ধাপে হিন্দি পরীক্ষা
- ১২ ডিসেম্বর ভূগোল, সোশিওলজি, মাস কমিউনেকসশন পরীক্ষা।
দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে। কম্পিউটার-নির্ভর পরীক্ষা হবে। প্রতিদিন পরীক্ষা হবে দু’টি পর্বে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ৩টে থেকে সন্ধে ৬টা। বিস্তারিত সূচি দেখুন
নিয়োগের বিজ্ঞপ্তি জারি: এদিকে অধ্যাপক পদে নিয়োগ করছে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)। দিল্লি বিশ্ববিদ্যালয় অধীনস্থ দীনদয়াল উপাধ্যায় কলেজে এই নিয়োগ হবে। ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার শেষ দিন ২৭ নভেম্বর। colrec.uod.ac.in. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ৩৯টি শূন্যপদে নিয়োগ করা যাবে। UR,OBS,EWS -দের আবেদন করার জন্য ফি ৫০০ টাকা। তবে তফশিলি জাতি উপজাতিদের এবং মহিলাদের কোনও আবদেন মূল্য লাগবে। একবার ফি জমা দেওয়া হয়ে গেলে তা কোনও অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
কীভাবে আবেদন করবেন?
- colrec.uod.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে। একইসঙ্গে ফর্মও পূর্ণ করতে হবে।
- ফি জমা দিতে হবে তৃতীয় ধাপে।
- সমস্ত নথির কপি জমা আপলোড করতে হবে সংশ্লিষ্ট জায়গায়।
- ভবিষ্যতের জন্য ফর্মের কপি ডাউনলোড করে রাখা যেতে পারে।
আরও পড়ুন: JEE Main 2024: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশনের শেষ দিন কবে? জানিয়ে দিল NTA
Education Loan Information:
Calculate Education Loan EMI