'বাবা চাইতেন, সবসময় কাজের মধ্যে থাকি', ফের দিদি নম্বর ওয়ান- এর শ্যুটিং শুরু করে বললেন রচনা

বিরতি শেষ, 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে ফিরলেন দিদি। ফের শ্যুটিং শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেটে ফিরেই শিশুদের সঙ্গে নিয়ে মজার শ্যুটিং সারলেন 'দিদি'। 

Continues below advertisement

কলকাতা: বিরতি শেষ, 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে ফিরলেন দিদি। ফের শ্যুটিং শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেটে ফিরেই শিশুদের সঙ্গে নিয়ে মজার শ্যুটিং সারলেন 'দিদি'। 

Continues below advertisement

বাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করছিলেন সুদীপা ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিয়েছিলেন 'রান্নাঘরের রানি'। 'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সেজেছিলেন তিনি। পাজামা-পাঞ্জাবিতে শ্যুটিং সেরেছিলেন সৌরভকেও। বাঙালি সাজেই মন কেড়েছিলেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা। 

সেটে ফিরে লাল শাড়িতে আগের মতোই ঝলমলে রচনা বন্দ্যোপাধ্যায়। চ্যানেলের তরফ থেকে ভাগ করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে রচনা বলছেন, 'আমি অনেকদিন শ্যুটিং থেকে দূরে ছিলাম। ব্যক্তিগত কাজেই শ্যুটিং করতে পারিনি। আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছি। সেইসময় আমি শ্য়ুটিং করার পরিস্থিতির মধ্যে ছিলাম না। কিন্তু 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে আমি নেই এটা বোধহয় অনেকেই মেনে নিতে পারেননি। প্রচুর মেসেজ, ফোন এসেছে।  সেইজন্যই ফের শ্যুটিং শুরু করলাম। কতদিন আর শ্যুটিং না করে থাকব। বাবা সবসময় চাইতেন, আমি কাজের মধ্যে থাকি। মন দিয়ে, ভালোবেসে কাজ করি। বাবার কথা ভেবেই আবার কাজে ফিরেছি। চেষ্টা করব আগামীদিনেও এভাবেই কাজ করে যাওয়ার।'

সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং এর শেষে একটি ভিডিও আপলোড করেছিলেন সুদীপা। সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় একটি গানে দুই সহকারীর সঙ্গে নাচ করছেন তিনি। সুদীপা জানিয়েছিলেন, নিজের মতো করেই শো-কে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। সুদীপার সঞ্চালনা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। চ্যানেল তাঁর ওপর এই দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। তিনি এই দায়িত্বকে নিজের মত করেই পালন করবেন। 

Continues below advertisement
Sponsored Links by Taboola