নয়াদিল্লি: 'আর আর আর'-এর (RRR) পরে, প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত 'রাধে শ্যাম'-এর (Radhe Shyam) নির্মাতারা তাঁদের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে, ছবিটি ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে কোভিডের যে পরিস্থিতি হয়েছে তার কারণে ছবির মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 






কোভিডের বাড়বাড়ন্তের সঙ্গে এবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনও (Omicron)। সাধারণ মানুষের সঙ্গে করোনা হানা দিয়েছে একাধিক তারকা পরিবারেও। এমন অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে বিবিধ নিষেধাজ্ঞা। সেই সঙ্গে একের পর এক ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হচ্ছে। গতকালই সেই তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিটি ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তাছাড়া ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে 'আর আর আর' ও 'জার্সি' ছবির মুক্তি।


কিছুদিন আগেই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল পুরোপুরি বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার কারণে বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের উত্তেজনার পারদ চড়িয়েছে 'বাহুবলী' খ্যাত প্রভাসের (Prabhas) নতুন ছবি 'রাধে শ্যাম'। ছবি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন অনুরাগীরা। গুঞ্জন রটে এই ছবির মুক্তি পিছিয়ে যাবে। এবং সেই আশঙ্কাকেই সত্যি করে ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে যে এখনই মুক্তি পাচ্ছে না 'রাধে শ্যাম'।