মুম্বই: বড়পর্দার পর এবার ইউটিউবেও পা রাখলেন আথিয়া শেট্টি (Athiya Shetty)। জনপ্রিয় বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে খুললেন নিজের ইউটিউব চ্যানেল (YouTube Channel)। নিজের নতুন চ্যানেল সম্পর্কে অভিনেত্রী জানান, 'এই ইউটিউব চ্যানেল আমার ব্যক্তিত্বের একটা অংশ। আমার জীবনের অন্দরের খবর দেওয়ার চেষ্টা করব অনুরাগীদের। তাঁরা আমার স্কিনকেয়ার রুটিন, শ্যুটিংয়ের নেপথ্য দৃশ্য ও কাজ দেখতে পাবেন চ্যানেলে। এছাড়া ফ্যাশনের সঙ্গে আমি যা করতে ভালবাসি, আমার পোষ্যের ভিডিও বা আমি যা খেতে ভালবাসি।'


অভিনেত্রী আথিয়া শেট্টি নিজের ইনস্টাগ্রামে ইউটিউব চ্যানেল সম্পর্কে জানান। 'আমার সকালবেলার স্কিনকেয়ার রুটিনের কয়েক ঝলক। আমার প্রথম ইউটিউব শর্ট এখন লাইভ। লিঙ্কে ক্লিক করে দেখে নিন,' লেখেন আথিয়া।




অন্যদিকে বেশ কয়েকমাস ধরেই শিরোনামে রয়েছেন আথিয়া। শোনা যাচ্ছে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।


 



আরও পড়ুন: Sonu Nigam Covid Positive: করোনা আক্রান্ত সোনু নিগম, সংক্রমিত স্ত্রী-পুত্রও


তাঁকে নিয়ে খবর হওয়ার আরও একটি কারণ ঘটে সম্প্রতি। বলিউডে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন, যাঁদের কখনও না কখনও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। পরবর্তীকালে তাঁরা সেই বিষয়ে অভিজ্ঞতাও জানিয়েছেন। কিছুদিন আগে তেমনই অভিজ্ঞতা শেয়ার করে নেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। ছেলেবেলায় তিনি শরীর নিয়ে কটাক্ষের শিকার হন। বেশ অনেকটা সময় লেগেছিল তাঁর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণা করেন সুনীল কন্যা। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আথিয়া শেট্টি জানান, ছোটবেলায় তাঁকে শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। তিনি বলেন, 'যখন আমি বেশ ছোট ছিলাম, তখন বডি শেমিংয়ের শিকার হয়েছিলাম। অনেকেই মনে করেন যে, হয়তো মোটা চেহারা হলেই তাকে নিয়ে কটাক্ষ করা হয়ে থাকে। কিন্তু না। এমনটা নয়। মোটা হওয়ার মতো রোগা চেহারার মানুষদেরও কটাক্ষের শিকার হতে হয় নান সময়ে। আমার মনে হয়েছে, যেকোনও সময়েই কারও ওজন নিয়ে কথা বললে আসলে তার মনোবলে আঘাত দেওয়া হয়। যা একেবারেই উচিৎ নয়।'