মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসেই মুক্তে পেয়েছে প্রভাস (Prabhas) অভিনীত 'রাধে শ্যাম' (Radhe Shyam)। করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি বেশ কয়েকবার স্থগিত হয়ে গিয়েছে। অবশেষে গত ১১ মার্চ মুক্তি পায় 'রাধে শ্যাম'। সিনেমা হলে মুক্তি পাওয়ায় প্রথমদিনই বিশ্বজুড়ে মোটা অঙ্কের ব্যবসা করে এই ছবি। তবে, একটা সংখ্যক দর্শকের প্রত্যাশা ছিল কবে এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।


পরিচালক রাধা কৃষ্ণ কুমারের ছবি 'রাধে শ্যাম'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর বিপরীতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে (Pooja Hegde)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সচিন খেড়েকর, ঋদ্ধি কুমার, সাসা ছেত্রী, মুরলী শর্মা, জগপতি বাবু, ভাগ্যশ্রী প্রমুখ অভিনেতারা। জানা গিয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে 'রাধে শ্যাম'। ১ এপ্রিল থেকে তেলুগু, তামিল, মালায়লম এবং কন্নড় ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'রাধে শ্যাম'। 


আরও পড়ুন - Oscars 2022: অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের কষিয়ে থাপ্পড় মারার পিছনের গল্প কী?


প্রসঙ্গত, বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করলেও 'রাধে শ্যাম' দেখে দর্শকেরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট দুনিয়ায়। কোনও নেট নাগরিকের ছবিটি পছন্দ হয়েছে। আবার কোনও নেট নাগরিকের একেবারেই পছন্দ হয়নি ছবিটি। কেউ বলছেন ছবিটি ব্লকবাস্টার হিট। আবার কেউ বলছেন ফ্লপ হয়েছে।  'রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তাই ছবি মুক্তির আগে থেকেই দর্শকের সঙ্গে ছবির যোগাযোগ দৃঢ় করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের বাইরে বিনামূল্যে হাত দেখার বুথ বসায় নির্মাতারা। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছিলেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছিলেন।