মুম্বই:  সম্প্রতি গোয়া গিয়েছিলেন রাধিকা আপ্তে। কাজ থেকে ছুটি নিয়ে সমুদ্র সৈকতে বসে তাঁকে রিল্যাক্স করতে দেখা যায় এক বন্ধুর সঙ্গে। স্বাভাবিকভাবেই যে পোশাকে সাধারণত দেখা যায় না রাধিকাকে, সেখানে তাঁকে সেই পোশাকেই দেখা গিয়েছে। কিন্তু নেটিজেনদের তাতে বেজায় আপত্তি।

ইন্সটাগ্রামে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে শুরু হয় যায় ইন্সটাগ্রামে রাধিকাকে ট্রোল করা। তবে এব্যাপারে রাধিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিনেত্রী জানতেনই না যে তাঁকে ট্রোল করা হয়েছে। তারপরই রাধিকার প্রশ্ন, বিকিনি পরে বিচ বসলেও ট্রোলড হতে হবে? তাহলে কি নেটিজেনরা আশা করছেন বিচে শাড়ি পরে বসব আমি, চাঁচাছোলা উত্তর রাধিকার।

তবে রাধিকা প্রথম নয়, এর আগে বিকিনি পরায় ট্রোলড হতে হয়েছে সোনাম কপূর, তাপস্বী পান্নুকেও। তবে এসব জিনিষকে খুব একটা পাত্তা দেন না রাধিকা, সেকথাও জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।