রাণাঘাট:  টাকা ভাঙানোর অছিলায় ছিনতাই। ৪৫ হাজার টাকা নিয়ে চম্পট। ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাটের নোকারি ফুলবাজার এলাকায়! প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও হার্ডঅয়্যারের এই দোকানে বসেছিলেন মালিক সুনীল বিশ্বাস। সেইসময় মোটরবাইকে চেপে দুই যুবক দোকানে আসেন!

এক যুবক দু’টি একশো টাকার নোট দোকানের মালিকের দিকে বাড়িয়ে বলেন, এটা একটু খুচরো করে দেবেন!

সেইসময় আরেক যুবক, দোকানে থাকা দুই ক্রেতার সঙ্গে হিন্দিতে নানা কথা বলতে শুরু করেন।

টাকা ভাঙিয়ে দেওয়ার জন্য দোকানের মালিক ক্যাশবক্স খুলতেই, তার থেকে একতাড়া নোট তুলে নেন এক যুবক। তারপর মুহূর্তের মধ্যে মোটরবাইকে চেপে চম্পট দেন দু’জনেই। দোকান মালিকের চিৎকারে সবাই ছুটে আসতে আসতে দুই দুষ্কৃতী উধাও হয়ে যায়।

জনবহুল এলাকায় দিনে দুপুরে অভিনব কায়দায় এই ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন বাকি ব্যবসায়ীরাও।এই ঘটনায় অভিযোগ দায়ের হলেও, কাউকে গ্রেফতার করা যায়নি।