কলকাতা: বিশ্ব খাদ্য দিবসে 'রাঁধুনী'-র বিশেষ উদযাপন । শ্রীতমা ভট্টাচার্য্য (Sreetama Bhattacharya)-র রান্নার শো-এ অতিথি হয়ে আসছেন ডঃ চিকিৎসক রেশমী রায় চৌধুরী (Rishmi Roy Choudhury) । কীভাবে স্বাস্থ্যকর, সুস্বাদু অথচ ভালো খাবার পাওয়ায় যায়, সেই কথা নিয়ে আসবে আসবে এই গল্প । আর রান্নার ফাঁকে ফাঁকে শ্রীতমার সঙ্গে আড্ডা তো রইলোই ।                                                                                                                                                     


এখনকার সব্বাই বিশেষ করে নতুন প্রজন্ম ফিটনেসের প্রশ্নে বেশ কিছুটা এগিয়ে । শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া দাওয়ায় লাগাম, বেশ নিয়মমাফিক জীবন যাপন ভালোবাসেন অনেকেই । কিন্তু মুখরোচক খাবারও তো খেয়ে ইচ্ছা করে । আর তাই রেশমী রায় চৌধুরী তাক লাগানো এই মেনু মুক্তি দিতে পারে অনেকরকম সমস্যার থেকে । 


আরও পড়ুন: Hema Malini Birthday: তামিল ছবির হাত ধরে সিনেমায় পা, বলিউডে এসেই ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয়, হেমা মালিনীর স্বপ্নসফর                                                                                                              


খাবারের সঙ্গে রেশমী বলে দিয়েছেন সেই খাবারের গুণাগুনও । রেশমীর মেনুতে যে সমস্ত খাবার আছে, তার যেন গুণাগুণ রয়েছে, তেমনই রয়েছে পুষ্টিও । সেইদিনের স্পেশাল এপিসোটে হাজির হবেন চিকিৎসক, রায় চৌধুরী, সঙ্গে থাকবে তাঁর বিভিন্ন রকমারি সব খাবার । লেমোনেড থেকে শুরু করে চিকেন পাস্তা, সবই থাকবে । খাবার দেখে জিভে জল আসতে বাধ্য ।