মুম্বই: সেই মুচি বা জুতো নির্মাতার কথা মনে আছে? দোকানের বাইরে ‘রইস’-এর ডায়ালগ লাগিয়ে বিখ্যাত হয়ে যান যিনি। এবার তাঁর সঙ্গে দেখা করলেন ‘রইস’-এর নায়ক খোদ শাহরুখ খান। অভিভূত মুচি ভদ্রলোক তাঁকে উপহার দিয়েছেন নিজের হাতে তৈরি একজোড়া জুতো।

‘কোই ধান্দা ছোটা নেহি হোতা অর ধান্দে সে বড়া কোই ধরম নেহি হোতা’। ‘রইস’-এর এই বিখ্যাত হয়ে যাওয়া ডায়ালগটি মুম্বইয়ের ভিলে পার্লে-তে নিজের ছোট্ট জুতোর দোকানের বাইরে সেঁটে রাখেন পেশায় মুচি শ্যামবাহাদুর রোহিদাস। অল্পদিনের মধ্যেই ওই ডায়ালগ লেখা তাঁর দোকানের ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। শাহরুখের কানেও খবরটি ওঠে, এ ব্যাপারে টুইটও করেন তিনি।

জানা গেছে, শাহরুখ এবার দেখাও করেছেন শ্যামবাহাদুরের সঙ্গে। তিনি তাঁর প্রিয় নায়কের হাতে উপহারস্বরূপ তুলে দিয়েছেন নিজের হাতে তৈরি একজোড়া জুতো।

এসআরকে বলেছেন, তিনি যে কোনও কাজকে সম্মান দেওয়ায় বিশ্বাসী। নিজের বাড়িতেও ছোট থেকে বড়- সব কাজ নিজের হাতে করেন তিনি। সম্মানের সঙ্গে করা হলে যে কোনও কাজ সাফল্য ও আনন্দ এনে দিতে পারে।

অভিভূত শ্যামবাহাদুর জানিয়েছেন, শাহরুখ খানকে তাঁর ভীষণ ভাল লাগে, ‘রইস’-এর ওই ডায়ালগ মনের মধ্যে বসে গিয়েছিল। শাহরুখ তাঁকে বলেছেন, এবার থেকে তিনি সবাইকে বলবেন, ডায়ালগটি তিনি ধার করেছেন শ্যামবাহাদুরের দোকানের বাইরের লেখা থেকে!