বেজিং: অফিসে অনেকক্ষণ করে বসে কাজ করতে হয় আপনাকে? তাহলে তো হার্টের সমস্যা, কোমরে ব্যথা, ঘাড়ে যন্ত্রণা নিত্যদিনের সঙ্গী। চিনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা এর থেকে তাঁদের কর্মীদের রেহাই দিতে খুঁজে পেল এক অভিনব সমাধান।
ওখানেও তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা কার্যত অফিসেই সারাদিন কাটিয়ে দেন।সকালের ব্রাশ করা থেকে শুরু করে নৈশাহার, সবই করতে হয় অফিসে। যার জেরে শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সেই থেকে রেহাই দিতে চিনের এই সংস্থা নিদান দেয় তাদের প্রত্যেক কর্মীকে দশ হাজার পা রোজ হাঁটতে হবে। সেটা প্রায় ৮ কিমির সমান। দুঘন্টা রোজ হাঁটলে এই দূরত্ব অতিক্রম করা যাবে। আর যদি কেউ সেটা না করেন তাহলে শাস্তি ৫০ থেকে ১০০ পুশ আপ। এবং নতুন কর্মীকে নিয়োগের সময় এইরকম এক চুক্তিপত্র সইও করিয়ে নেন সংস্থা কর্তৃপক্ষ।
সেইজন্যে সংস্থার কর্মীরা এখন আর মেট্রো করে অফিস আসেন না, তার বদলে হেঁটে আসেন। অফিসে বসে কম্পিউটার গেম খেলেন না, গসিপ করেন না, হাঁটতে বেরিয়ে পড়েন। মূলত কর্মীদের অ্যাক্টিভ রাখতেই এই অভিনব ভাবনা সংস্থার। প্রসঙ্গত, ভারতীয় সংস্থাগুলো তাঁদের কর্মীদের জন্যে এমন কিছু অভিনব ভাবলে এবার মন্দ হয় না !
বসে কাজ! অসুস্থতা এড়াতে চিনের সংস্থা কর্মীদের রোজ দশ হাজার পা হাঁটার নির্দেশ দিল, অমান্য করলে শাস্তি ৫০-১০০ পুশ আপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2017 03:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -