কিং খানের আগামী ছবি ‘রইস’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। তার আগে বাজারে এসেছে ছবির ট্রেলার। প্রথম ৩ ঘণ্টা ৩৫ মিনিটেই তার 'লাইক' সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে, যা বলিউডে রেকর্ড।
‘সুলতান’-এর ট্রেলার এ ১০,০০০ 'লাইক' পেতে সময় লেগেছিল ৪২ ঘণ্টা, ‘দঙ্গল’ ৮ ঘণ্টা ৪৮ মিনিট। ‘শিবায়’ নিয়েছিল ২৩ ঘণ্টা আর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ১২ ঘণ্টার মত।
আড়াই মিনিটের এই ট্রেলার সোশ্যাল মিডিয়ায় সারাদিন রইসট্রেলার নামে একেবারে ওপরে ট্রেন্ড করেছে, শাহরুখ ভক্ত ও সমালোচক মহল সকলেই এই ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত।