কলকাতা: জাতীয় মঞ্চে যাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন আট থেকে আশি। মাত্র ১৪ বছরের এই সঙ্গীতশিল্পীর সফর শুরু হয়েছিল বাংলা থেকেই। স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়র থেকেই শুরু হয়েছিল তাঁর সফর। এরপরে জাতীয় মঞ্চে গান গেয়েও তিনি মন জিতে নিয়েছেন তাবড় তাবড় সঙ্গীতশিল্পীর। রাফা ইয়াসমিন (Rafa Yeasmin)। এই নামটির সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। বরাবরই নিজেকে অরিজিৎ সিংহের (Arijit Singh) অনুরাগী হিসেবে দাবি করে এসেছেন তিনি। আর তাঁর সঙ্গীতের সূত্র ধরেই, সদ্য তিনি সুযোগ পেয়েছিলেন অরিজিৎ সিংহের সঙ্গে দেখা করার। জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি। তবে নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি রাফা-র লেখা ক্যাপশন। অন্যদিকে, তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) নতুন ছবি 'পারিয়া' (Pariah) বলবে পথকুকুরদের গল্প। অন্য সুরে বাঁধা এই গল্পের কাণ্ডারী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই পাওয়া গেল গল্পের আভাস। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অঙ্গনা রায় (Angana Roy), সৌম্য মুখোপাধ্যায় (Somya Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লোকনাথ দে (Loknath Dey), দেবাশীষ রায় (Debashish Roy) ও অন্যান্যরা। আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় রইল দুই বিতর্কিত খবর। নজর রাখা যাক সেইদিকে।


'সঙ্গীতের ভগবান' অরিজিৎ! রাফাকে 'ধর্ম' মনে করিয়ে চূড়ান্ত কটাক্ষ


জাতীয় মঞ্চে যাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন আট থেকে আশি। মাত্র ১৪ বছরের এই সঙ্গীতশিল্পীর সফর শুরু হয়েছিল বাংলা থেকেই। স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়র থেকেই শুরু হয়েছিল তাঁর সফর। এরপরে জাতীয় মঞ্চে গান গেয়েও তিনি মন জিতে নিয়েছেন তাবড় তাবড় সঙ্গীতশিল্পীর। রাফা ইয়াসমিন (Rafa Yeasmin)। এই নামটির সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। বরাবরই নিজেকে অরিজিৎ সিংহের (Arijit Singh) অনুরাগী হিসেবে দাবি করে এসেছেন তিনি।


আর তাঁর সঙ্গীতের সূত্র ধরেই, সদ্য তিনি সুযোগ পেয়েছিলেন অরিজিৎ সিংহের সঙ্গে দেখা করার। জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি। তবে নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি রাফা-র লেখা ক্যাপশন। কেন? কারণ রাফা অরিজিৎকে উল্লেখ করেছেন 'সঙ্গীতের ঈশ্বর' বলে। আর সেখান থেকেই কটাক্ষের স্বীকার হয়েছেন এই সঙ্গীতশিল্পী। এমনকি, ধর্মের উল্লেখ করেও কটাক্ষ শুনলেন কিশোরী গায়িকা। অরিজিৎ সিংহের অনুরাগী রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। আর সেই দলে রয়েছেন কিশোরী রাফাও। রাফা মালদার মেয়ে। বাড়িতে সঙ্গীতচর্চার কোনও চল ছিল না। তবে মেয়ের প্রতিভা বুঝতে পেরে সবসময় সমর্থন করেছেন বাবা-মা। ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত... যে কোনও বিষয়েই সমান সাবলীল এই গায়িকা। বাংলা থেকে শুরু করে তাঁর সফর গিয়েছে মুম্বই পর্যন্ত। জাতীয় মঞ্চে তিনি মুগ্ধ করেছেন অনু মলিক, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলের মতো কিংবদন্তিদের। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সঙ্গে ছবি দিয়ে রাফা লিখেছেন, 'অবশেষে... আমার প্রেরণা, আমার আদর্শ অরিজিৎ সিংহের সঙ্গে দেখা হল। এখনও বিশ্বাস হচ্ছে না, আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। সত্যিই স্যার... আপনি ভীষণ সৎ, আবেগপ্রবণ, সংবেদনশীল আর আমার দেখা সেরা মানুষ। আপনি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী। আমার চোখে, সঙ্গীতের ঈশ্বর। প্রণাম'আর রাফার লেখা এই শেষ লাইনটি নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। অনেকেই লিখেছেন, প্রশংসা করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রাফা। অনেকে আবার বলেছেন, ঈশ্বরের সঙ্গে তুলনা করা উচিত হয়নি মোটেই। রাফা মুসলমান। অনেকে আবার অরিজিতের মতো একজন হিন্দুকে নিজের 'ঈশ্বর' বলায় রাফাকে মনে করিয়ে দিয়েছেন তাঁর ধর্মের কথাও। তবে সোশ্যাল মিডিয়ায় এইসব কিছুর উত্তর দেননি রাফা। 


 






'পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে', বলছেন বিক্রম


তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) নতুন ছবি 'পারিয়া' (Pariah) বলবে পথকুকুরদের গল্প। অন্য সুরে বাঁধা এই গল্পের কাণ্ডারী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই পাওয়া গেল গল্পের আভাস। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অঙ্গনা রায় (Angana Roy), সৌম্য মুখোপাধ্যায় (Somya Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লোকনাথ দে (Loknath Dey), দেবাশীষ রায় (Debashish Roy) ও অন্যান্যরা। এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর। এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।'এই ছবিটি নিয়ে অভিনেতা বিক্রম বলছেন, 'পারিয়ার চরিত্রটা এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমায় ভীষভাবে একটা শারিরীক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২ মাস ধরে শিখতে হয়েছে মার্শাল আর্ট। একজন অভিনেতা হিসেবে, এমন একটা সুযোগ পেয়ে তার সদব্যবহার করা জরুরি ছিল। আশা করি, মানুষের 'পারিয়া' ভাল লাগবে।' ড্রিম অন সেল ও প্রমোদ ফিল্মসের (Dreams On Sale and Pramod Films) প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। নেতিবাচক চরিত্রে দেখা যাবে অম্বরীশ ও সৌম্যকে। অন্যদিকে সমাজসেবীদের ভূমিকায় দেখা যাবে অঙ্গনা ও শ্রীলেখাকে। আর ট্রেলারে বিক্রমের যে চরিত্র প্রকাশ্যে এসেছে তা রহস্যে মোড়া। সে পাড়ায় থাকে অথচ তার সম্পর্কে কেউই কিছু জানে না। এমন একজন মানুষই কথা বলবে 'পারিয়া'-দের হয়ে। ছবিটি মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। 


 





আরও পড়ুন: Trina Birthday Celebration: সিনেমা আর ধারাবাহিক ঘিরে রইল তৃণার জন্মদিন, কেক কাটলেন কার সঙ্গে?