কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ'-এর গল্প এবার বড়পর্দায়, অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। স্বভূমি এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকও। 


বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।                                 


এই ছবিটি সম্পর্কে পরিচালক বলছেন, 'ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোন লেখা পড়ে মনে হত, যেন সিনেমা দেখছি। বড় হয়ে উপলদ্ধি করলাম, ওঁর লেখা নিয়ে দুর্দান্ত ছবি হতে পারে। মাত্র একটা লাইনেই অনেকগুলো দৃশ্য তুলে ধরা যায় ওঁর লেখা থেকে। ' ও অভাগী ' সিনেমাটি হল 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসাবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরী করাই ছিল আসল চ্যালেঞ্জ।'


ছবির গল্প কিছুটা এমন, জন্মের পরেই মা মারা যায় অভাগীর। বাবা নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়ায়। অবহেলাতেই বড় হতে থাকে সে। ধীরে ধীরে বড় হয় অভাগী, তার বিয়ে হয়ে যায় রসিকের সঙ্গে। কিন্তু সন্তানের জন্ম নেওয়ার পরেই রসিক তাকে ছেড়ে চলে যায়। ছেলেকে নিয়েই চলে অভাগীর সংসার। ভীষণ অভাবে কোনওমতে দিনযাপন করে সে। তার কাছে নানারকম কুপ্রস্তাবও আসে বটে, কিন্তু সে সমস্ত কিছু এড়িয়ে ছেলে কাঙালীকে আশ্রয় করেই দিন কাটাতে থাকে। তাঁর একটাই স্বপ্ন, শাঁখা-সিঁদুর পরে, চন্দন কাঠের চিতায় দাহ বয়ে স্বর্গে যাওয়া। গ্রামের গিন্নিমাকে দেখেই এমন শখ হয় তার। কিন্তু অভাগীর কপালে কী সত্যিই রয়েছে এমন সম্মানের পরলোক গমন? উত্তর দেবে ছবির গল্প। 


আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ


আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন