নয়াদিল্লি: সদ্যই ফরাসি ওপেন জিতে রাফায়েল নাদালকে পিছনে ফেলে নোভাক জকোভিচ (Novak Djokovic) সর্বকালের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড় হয়ে গিয়েছেন। তাঁর দখলে বর্তমানে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে। তিনি ইতিমধ্যেই নতুন ইতিহাস গড়ে ফেললেও, এখনও জকোভিচের আরও অনেক খেতাব জয় বাকি রয়েছে বলেই মনে করেন রজার ফেডেরার (Roger Federer)।
আরও খেতাব
টেনিস কোর্টে একদা ফেডেরার ও জকোভিচের লড়াই সকলকে মন্ত্রমুগ্ধ করত। কিন্তু গত বছরই ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেডেরার অবসর ঘোষণা করায় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তাঁদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা আর নেই। জকোভিচ-ফেডেরারের টেনিস কোর্টের লড়াই প্রসিদ্ধ হলেও, ফেডেরার কিন্তু কোর্টের বাইরে জকোভিচের প্রশংসায় পঞ্চমুখ।
ফেডেরারের মতে ৩৬ বছর বয়সি জকোভিচ এখনও আরও বেশ কয়েকটি খেতাব জিতবেন। তিনি বলেন, 'নোভাক যা করেছে, তা এককথায় দুরন্ত। সত্যি বলতে টেনিসের জন্য এটা দারুণ খবর। যখন কেউ নতুন ইতিহাস রচনা করেন এবং সেই ইতিহাস আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় তখন সেটা দারুণ বিষয়। সেরিনা উইলিয়ামস, রাফা, আমি এবং এখন নোভাক, সকলেই আমরা এমনটা করতে সক্ষম হয়েছি। বর্তমান সময়টা টেনিস খেলোয়াড় ও ভক্ত হওয়ার জন্য দারুণ একটা সময়।'
তিনি আরও যোগ করেন, 'আমার মনে আছে আমি যখন ট্যুরে এসেছিলাম এবং পিট স্যামপ্রাস ১৪টি স্ল্যাম জিতেছিল, তখন প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল, এই রেকর্ডটি আর কেউ ভাঙতে পারবে না। তারপর আমি ১৫টি খেতাব জিতি, তারপর সেটা ধীরে ধীরে ২০টিতে গিয়ে ঠেকে। তারপর রাফা সেটাকে আরও এগিয়ে নিয়ে ২২ যান। এখন নোভাক ২৩ নম্বর খেতাবটি জিতে নিল। ওকে দেখে মনে হচ্ছে ও এখনও অনেকদিন এই স্তরে খেলে যাবে। আমার তরফ থেকে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।'
ব়্যাঙ্কিংয়ের শীর্ষে
খেতাব জয়ের নিজের হারানো স্থানও ফিরে পেলেন জকোভিচ। সদ্য প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষে পৌঁছে গিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি। জকোভিচই প্রথম খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ডস্ল্যামের (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন) প্রত্যেকটিই অন্তত তিনবার করে জিতেছেন। গ্র্যান্ডস্ল্যাম তো বটেই, বড় খেতাব (গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্স সিঙ্গলসে স্বর্ণপদক, এটিপি ফাইনাল ও এটিপি মাস্টার্স ১০০০) জয়ের নিরিখেও কিন্তু তাঁর দুই প্রতিদ্বন্দ্বীকে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। জকোভিচ ২৩ গ্র্যান্ড স্ল্যাম, ৩৮টি এটিপি মাস্টার্স, ছয়টি এটিপি ফাইনাল মিলিয়ে মোট ৬৭টি বড় খেতাব জিতেছেন। সেখানে নাদাল তাঁর থেকে অনেকটাই পিছিয়ে। স্প্যানিয়ার্ডের দখলে ৫৯টি খেতাব রয়েছে। অবসর নেওয়া বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা টেনিস খেলোয়াড় ফেডেরার ৫৪টি বড় খেতাব জিতেছেন।
আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?