কলকাতা: রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন। তবে খুব শীঘ্রই এপার বাংলায় পরিচালক রাজর্ষি দে'র ছবির হাত ধরে ডেবিউ করতে চেলেছেন মিথিলা। ছবির নাম 'মায়া'।  'মায়া'য় মিথিলার লুক নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে জোর চর্চা। এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মিথিলা জানালেন, প্রথমদিন লুক সেটে গিয়ে নিজের লুক দেখে চমকে উঠেছিলেন তিনি। কারণ এরকম একটি চরিত্রে এর আগে কখনও দেখা যায়নি তাঁকে। বরং চুপচাপ, শান্তশিষ্ট প্রেমিকার চরিত্রেই দর্শক এতদিন মিথিলাকে দেখেছে। তবে নিজেকে আরও ভাঙাগড়ার তাড়না থেকেই তাঁর এই কাজ।


প্রসঙ্গত, মিথিলার পাশাপাশি  'মায়া'তে কাজ করেছেন একঝাঁক টলি তারকা। যাঁর মধ্য়ে রয়েছেন দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, কণীনিকা বন্দ্য়োপাধ্য়ায়, অনিন্দ্য়, সায়ন্তনী গুহঠাকুরতা, গৌরব, সুদীপ্ত বন্দ্য়োপাধ্য়ায়ের মত অভিনেতারা। ১৭ দিন টানা শুটিং করেছে টিম 'মায়া'। শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। 


এবিপি লাইভকে মিথিলা জানালেন, ডেট না থাকলেও তিনি মাঝেমধ্য়েই হাজির হতেন ছবির শুটিং সেটে। তার একটা কারণ যদি হয়ে থাকে সবার সঙ্গে বন্ধুত্ব জমানোর চেষ্টা, তাহলে আর একটা কারণ অবশ্য়ই ভালো খাবার উপভোগ করার। কথায় কথায় উঠে এল সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করার প্রসঙ্গও। এবিষয়েও অভিনেত্রীর সপাট জবাব, তাঁদের মধ্য়ে এখনও এবিষয়ে কোনও কথা হয়নি। তবে সৃজিত পরিচালিত 'জাতিস্বর', 'গুমনামী বাবা' যে সবসময়ই তাঁর হিটলিষ্টে থাকে সেকথাও জানাতে ভুললেন না অভিনেত্রী।


এপার বাংলা ও ওপার বাংলার মধ্য়ে কাজের পার্থক্য়র কথা বলতে গিয়ে মিথিলা জানান, বাংলাদেশের থাকে কলকাতার ইন্ড্রাস্টি অনেক বেশি টেকনিক্য়ালি সাউন্ড। পাশাপাশি কাজ, অভিনয়ের সঙ্গে সঙ্গে এইমুহূর্তে নিজের পিএইডিও সম্পূর্ণ করছেন মিথিলা। তবে জীবনের এই গতিই তাঁর অন্য়তম ভালোলাগা বলে জানালেন সৃজিত জায়া। তাই নিজেকে ওয়ার্কোহলিক বলতেও পিছপা হলেন না তিনি।


ব্য়ক্তিগত জীবন নিয়ে একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন মিথিলা। তবে সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে রেখে তিনি ব্য়স্ত নিজের কাজ নিয়ে। নুসরতকে নিয়ে প্রশ্ন করা হলে, মিথিলার অকপট উত্তর, নুসরতের মা হওয়ার খবর তিনি উচ্ছ্বসিত।