কলকাতা: একে একে তিন। মা হচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বাবা হচ্ছেন রাঘব চড্ডা (Raghav Chaddha)। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। একটি মিষ্টি কেকের ছবি। সাদা কেকের ওপর ছোট্ট ছোট্ট দুটো পা। আর তার ওপরে লেখা, ১ + ১ = ৩। তারপরে শেয়ার করে নেওয়া হয়েছে ছোট্ট একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাঘব আর পরিণীতি একসঙ্গে হাত ধরে হেঁটে চলেছেন। ফুলে সাজানো একটা রাস্তা দিয়ে। সদ্যই কপিল শর্মার শো-তে এসে রাঘব চড্ডা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন তিনি। আর এবার, সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টিভাবে পরিণীতি শেয়ার করে নিয়েছেন বাড়িতে নতুন সদস্য আসার কথা।
২ বছর বিয়ে হয়েছে রাহুল আর পরিণীতির। প্রেম করেই তাঁদের বিয়ে। রাঘব চড্ডার সঙ্গে প্রথম আলাপেই পরিণীতির মনে হয়েছিল, এই মানুষটা এমনই, যাঁর সঙ্গে পুজো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তাঁদের বাগদান হওয়ার বেশ কয়েক মাস পরে, আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। শুরু হয় রাঘব আর পরিণীতির নতুন জীবন। বিয়ের পরে কাজ করেছেন পরিণীতি, তবে অল্প। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ' অমর সিংহ চমকিলা' সিনেমায়। সেই সিনেমায় অভিনয়ের প্রশংসা পেলেও, বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই ছবি। অন্যদিকে রাঘব হামেশাই ব্যস্ত থাকতেন সংসদের কাজে।
সম্প্রতি রাঘব চড্ডার সঙ্গে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় সেই সিনেমা শেয়ার করে নিয়েছিলেন পরিণীতি। সেখানে দেখা যাচ্ছিল, সমুদ্রের ধারে একান্তে বসে রয়েছেন তাঁরা। বালির ওপর লেখা নাম.. কখনও হাতে হাত রেখে ঘুরছেন সমুদ্রের জল ছুঁয়ে। কখনও আবার সাইক্লিং করছেন। সোশ্যাল মিডিয়ায় এই কয়েকটি ছবি শেয়ার করে পরিণীতি লিখেছিলেন, 'গতকাল একটা ভীষণ শান্ত-সুন্দর দিন ছিল। শুধু আমাদের দুজনের দিন ছিল। কিন্তু আমরা আপনাদের পাঠানো সমস্ত বার্তা পেয়েছি। পড়েছি। আপনাদের ধন্যবাদ জানানোর মতো ভাষা আমাদের কাছে নেই। রাগাই.. আমি জানি যা আমি আমার অতীত জীবনে এমন কী পূণ্য করেছিলাম যে আমি তোমায় পেয়েছি। আমি একজন ভীষণ ভদ্রলোক, আমার প্রিয় বন্ধু, সংবেদনশীল সঙ্গী আর পরিণত স্বামীর সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছি। একজন সৎ মানুষ, একজন সেরা ছেলে, সেরা জামাই। দেশের প্রতি তোমার যে দায়বদ্ধতা তা প্রত্যেক মুহূর্তে আমায় উদ্দীপ্ত করে। তোমায় ভীষণ ভালবাসি। কেন আমাদের আরও আগে দেখা হয়নি? শুভ বিবাহবার্ষিকী রাঘব চড্ডা। আমরা এক।'