‘রাগিনী এমএমএস ২.২’: অল্ট বালাজির ওয়েব শো-য়ের ফাস্ট লুকে টপলেস করিশ্মা শর্মা!
‘রাগিনী এমএমএস ২.২’-তে রিয়া সেনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই সিরিজের কাহিনী অনুসারে, একটি পরিত্যক্ত কলেজে দুই তরুণীর অদ্ভূত ঘটনা ঘটতে দেখবে। তারা একটা এমএমএস সিডি খুঁজে পারে, যা থেকে রহস্যের সমাধান করতে পারবে । .(Pic: Riya Instagram)
বিভিন্ন টিভি সিরিয়াল ছাড়াও করিশ্মা শর্মাকে ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-তে ছোট এটা ভূমিকায় দেখা গিয়েছিল। (Pic: Film Screenshot)
পরে জানা যায়, ওই ছবিটা করিশ্মা শর্মার। একতা কপূরও ওই একই ছবি শেয়ার করেন। (Pic: Karishma Instagram)
অল্ট বালাজির অফিসিয়াল হ্যান্ডেলে ‘রাগিনী এমএমএস ২.২’-র প্রথম যে ছবি প্রকাশ হয়েছে, সেখানে টপলেস করিশ্মা। পিছন দিক থেকে তোলা ওই ছবিটি কার প্রথমে তা জানানো হয়নি। ক্যাপশনটা ছিল এই ধরনের যে-ছবিটা কার চিনতে পারেন? (Pic: Alt Balaji Instagram)
এবার অল্ট বালাজির আসন্ন শো ‘রাগিনী এমএমএস ২.২’-তে লাস্যময়ী চরিত্রে ভূমিকায় দেখা যাবে তাঁকে। ওই শো-য়ে তাঁর প্রথম ঝলক এমনটাই ইঙ্গিত দিচ্ছে। !(Pic: Karishma Instagram)
‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালে নেগেটিভ চরিত্র ‘রায়না’-র ভূমিকায় দেখা গিয়েছে করিশ্মা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের হট অ্যান্ড বোল্ড ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিগুলির আকর্ষণ তাঁর অনুরাগীদের মধ্যে প্রবলভাবেই দেখা যায়। (Pic: Star Plus)
‘পবিত্র রিস্তা’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’-র মতো শো-তে দেখা গিয়েছেন করিশ্মা শর্মাকে। এবার একতা কপূরের পরবর্তী ‘রাগিনী এমএমএস ৩’-র মাধ্যমে ডিজিটাল ফ্ল্যাটফর্মে শিহরণ জাগাতে তৈরি এই অভিনেত্রী।(Pic: Karishma Instagram)