New Year Gift 2025: আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর। একটা উৎসবের মরশুম চলছে সারা দেশজুড়ে। আর বেশ কিছু সংস্থা এই অবসরে কর্মীদের কিছু উপহার (New Year Gift) দিচ্ছে। একটি ডিজিটাল পেমেন্ট সংস্থায় কর্মীদের এমন উপহার দিয়েছে সম্প্রতি যা কর্পোরেট দুনিয়ায় সাড়া ফেলেছে। এই সংস্থায় কর্মীদের বেতন ছাড়াও উপরি অনেক টাকার উপহার দেওয়া হয়েছে।
এই ফিনটেক সংস্থার নিয়ম-নীতি নিয়ে এখন সর্বত্র চর্চা চলছে। আর এই সংস্থার কর্মীরা যারা যারা এই উপহার পেয়েছেন তাদের উল্লাস আকাশ (New Year Gift) ছুঁয়েছে বলা চলে। সংস্থার নাম রেজরপে। এই ইউনিকর্ন ফিনটেক সংস্থা তাদের ৩ হাজার কর্মীর প্রত্যেককে ১ লক্ষ টাকা মূল্যের শেয়ার উপহার দিয়েছে।
ESOP-এর অধীনে কর্মীদের উপহার দিয়েছে
এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান অর্থাৎ ইশপের অধীনে কর্মীদের উপহার দিয়েছে এই ফিনটেক সংস্থা। রেজরপে-র সহ প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষিল মাথুর জানিয়েছেন যে কর্মীদের জন্য ইশপের অধীনে নিশ্চিত করা হয়েছে যে সংস্থার প্রত্যেক সদস্যই এই সংস্থার (New Year Gift) সাফল্যের অংশীদার হবেন। সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ঘোষণা করেছে রেজরপে সংস্থা। সংস্থার প্রত্যেক কর্মীদের পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কার সংস্থার কর্মীদের অবদানকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই করা হয়। এই কর্মীদের সহায়তাতেই রেজরপে ভারতে এবং ভারতের বাইরে ক্যাশ ফ্লো সহজতর করেছে এবং তাদের ব্যবসা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে গিয়েছে।
সংস্থার সদর দফতর মার্কিন দেশ থেকে আসবে ভারতে
ইতিমধ্যে রেজরপে সংস্থার পরিচালকবর্গ সংস্থার সদর দফতর আমেরিকা থেকে ভারতে আনার প্রয়াস শুরু করেছে। সংস্থার সিইও হর্ষিল মাথুর জানিয়েছেন যে এর উদ্দেশ্য হল সংস্থাকে দেশের বাজারে তালিকাভুক্ত করা যেখানে মানুষ এই সংস্থার সম্পর্কে অনেক তথ্য জানে। আর ভারতের বাজারের কথা মাথায় রেখে সংস্থাকে অনেক বদল করতে হবে বলে জানা গিয়েছে।
এর আগে এই বড়দিনে আরেকটি সংস্থা তাদের কর্মীদের গাড়ি, বাইক উপহার দিয়েছে। ২০ জন কর্মীকে টাটা টিয়াগো গাড়ি, রয়্যাল এনফিল্ড বাইক এবং হোন্ডা অ্যাক্টিভা স্কুটার উপহার দিয়েছে। অতীতেও হরিয়ানার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ১৫টি এসইউভি কর্মীদের দীপাবলির উপহার হিসেবে দিয়েছিল। চেন্নাই-ভিত্তিক আরও একটি ফার্ম স্ট্রাকচারাল স্টিল ডিজাইন অ্যান্ড ডিটেলিং কোম্পানি চলতি বছরের শুরুতে কর্মীদের ২৮টি গাড়ি ও ২৯টি বাইখ উপহার দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bank Holiday: বছরশেষে ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কবে কবে ছুটি রয়েছে ? দেখুন তালিকা