খাওয়া-দাওয়া ছেড়ে রোগা হয়েছিলেন রহমন
Web Desk, ABP Ananda | 06 Feb 2019 08:19 AM (IST)
মুম্বই: ১০ বছর কেটে গেল।তারপর জানা গেল এই সত্যিটা! মনে পড়ে ২০০৯ এর অস্কার সেরিমনি? ভারতের মানুষের জন্য ছিল এক বিশেষ আনন্দের দিন। এ আর রহমন জিতে নিয়েছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, স্লামডগ মিলিওনেয়ার-এর সুর দেওয়ার জন্য। সেদিন পুরষ্কার প্রদান অনুষ্ঠানে রহমনকে কেমন দেখতে লাগছিল, মনে পড়ে গেল, সেই ঘটনার ১০ বছর পূর্তি অনুষ্ঠানে। রহমনকে সেখানে প্রশ্ন করা হয়, কেমন অনুভূতি হচ্ছিল সেদিন? আর তাতে সুরসম্রাটের উত্তর, ‘কিছুই না! আমি তো অনুষ্ঠানে রোগা দেখানোর জন্য খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলাম।’ তাহলে রহমন-ভক্তরা বুঝতে পারছেন তো গোলগাল রহমনকে সেদিন স্লিম-ট্রিম দেখানোর রহস্য!