ভোপাল: বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। তাঁর চিকিত্সার জন্য ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়। বিমান পরিবহণ সংস্থার এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজার শ্যাম টিকম জানিয়েছেন, জওহর ওয়ালি নামে ওই যাত্রী বিমানে অস্বস্তি অনুভব করেন। এরপরই বিমানের পাইলট ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সন্ধে সাতটা নাগাদ বিমানটি ভোপাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সংলগ্ন সুদিতি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ষাটোর্ধ ওই যাত্রীর মৃত্যু হয়।
হাসপাতালের এক চিকিত্সক জানিয়েছেন, সাড়ে সাতটা নাগাদ তাঁকে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
সন্ধে সাতটা চল্লিশে ফের বিমানটি গন্তব্যে রওনা দেয়।
অসুস্থ যাত্রী, বিমানের জরুরী অবতরণ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2019 11:52 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -