কলকাতা: প্রকাশ্যে এল 'দিলখুশ' ছবির ট্রেলার (Dilkhush Trailer Out)। রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) আগামী ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ উৎসাহ তৈরি হয়েছে দর্শক মহলে। ছবির গানও মনে ধরেছে অনুরাগীদের। সেই আবহেই ট্রেলার এল প্রকাশ্যে।
'দিলখুশ' ছবির ট্রেলার প্রকাশ্যে
প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' (SVF) তাঁদের ২০২৩ সালের প্রথম ছবির মুক্তি নিয়ে একেবারে তৈরি। রাহুল মুখোপাধ্যায়ের প্রেমের গল্প নিয়ে তৈরি 'দিলখুশ' আসছে খুব শীঘ্রই। মঙ্গলবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, সোহম মজুমদার (Soham Majumdar), মধুমিতা সরকার (Madhumita), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনসূয়া মজুমদার (Anasua Majumder), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), উজান চট্টোপাধ্যায় (Ujan Chatterjee), ঐশ্বর্য সেনকে (Aishwarya Sen)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। ছবিতে ভিন্ন স্বাদের চার প্রেমকাহিনি দেখা যাবে। ছবির ইতিমধ্যেই মুক্তি প্রাপ্ত দুটি গান সুপারহিট শ্রোতাদের মধ্যে। অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে 'বিবাগী ফোন' ও নীলায়নের কণ্ঠে 'সজনি' খুবই প্রশংসিত।
আরও পড়ুন: Debina-Gurmeet: দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দেবিনা-গুরমিত
ট্রেলারটি ৮ ব্যক্তির গল্প বলে যাঁরা নিজেদেরকে শহুরে বিষণ্ণতার মধ্যে খুঁজে পায় এবং প্রেম আবিষ্কার করে, যা তাদের সাধারণ জীবনকে অসাধারণ করে তোলে। ২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। তার পরপরই সরস্বতী পুজো, অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে, সেই আবহেই ছবির মুক্তি।
ছবির সম্পর্কে পরিচালক বলেন, 'এই ছবি আমাদের প্রত্যেকদিনের দেখা বিভিন্ন ছোট ছোট গল্পের সমাহার। এই ছবিতে ৮জন ভিন্ন ধারার মানুষ, জীবনের ভিন্ন স্রোত থেকে আসা, বিষণ্ণতার এক সূত্রে মিলিত হবে। পরবর্তীকালে যাঁরা প্রেম-ভালবাসা খুঁজে পাবে। কিন্তু সব রূপকথার সঙ্গে আসে দুঃখ যা একজনকে বহন করতেই হয়। কিন্তু ছবির নামের মতোই ইতিবাচক প্রেম ও ভালবাসার রেশ রেখে যাবে এই ছবি দর্শকদের মনে।'