কলকাতা: ধারাবাহিক ও সিরিজের পরিচিত মুখ তিনি.. পা রেখেছেন বাংলা সিনেমাতেও। তবে এবার তাঁর সফর গিয়েছে সুদুর মুম্বইতে। 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু (Rahul Dev Basu)। কীভাবে পেলেন তিনি এই সুযোগ? পর্দায় চিত্রাঙ্গদা সিংহ (Chitrangada Singh)-এর সঙ্গে প্রেম করার অভিজ্ঞতাই বা কেমন ছিল? মুম্বইতে শ্যুটিং করে এসে এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) সেই গল্প শোনালেন রাহুল। 


কীভাবে এই ছবির সুযোগ এসেছিল রাহুলের কাছে? অভিনেতা বলছেন, 'আমি কলকাতাতেই অডিশন দিয়েছিলাম এই ছবিটার জন্য। তবে শুনেছিলাম, সমস্ত চরিত্রদের সিলেকশন হয়ে গিয়েছে। আমার বলতে গেলে আর আশাই ছিল না। কিন্তু হঠাৎ, ২ মাস পরে মুম্বই থেকে আমার কাছে ফোন আসে। বলা হয় ওঁরা ছবির জন্য নতুন আরও একটা চরিত্র খুঁজছেন আর তার জন্য আমার অডিশনটা মনোনীত হয়েছে। আমায় বলা হয়, পরিচালক কলকাতায় রয়েছেন। আমি যেন তাঁর সঙ্গে গিয়ে দেখা করি। সেখানেও আমায় স্ক্রিনশট দিতে বলা হয়। এরপরে আমি বালিতে গিয়েছিলাম ছুটি কাটাতে। ফিরে এসে মুম্বইতে শ্যুটিং করি ছবিটার।'


মুম্বইতে কাজ করার অভিজ্ঞতা কেমন হল? রাহুল বলছেন, 'এর আগেও আমি মুম্বইতে একাধিক বিপনী সংস্থার জন্য শ্যুটিং করেছি। তবে এই অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এত বড় একটা ক্যানভাসে কাজটা হচ্ছে, সেটা শ্যুটিং শুরু করার আগে বুঝিনি। তবে এই শ্যুটিংয়ে গিয়ে অনেকের সঙ্গেই দেখা হল, আলাপ হল। প্রত্যেকেই আমায় ভীষণ সহজ করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, ওখানে গিয়ে জিৎ স্যরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি। ওর প্রযোজনাতেই 'আয় খুকু আয়'-তে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম আমি। উনি আমায় দেখে অবাক হয়ে গিয়েছিলেন। উনি জানতেনই না আমি খাকি-র শ্যুটিংয়ের জন্য ওখানে গিয়েছি। বাংলার বাইরে গিয়ে বাঙালি অভিনেতার সঙ্গে সময় কাটাতে পারার সুযোগ কিন্তু সবার হয় না।'


পর্দায় তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহ-কে। বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল রাহুলের? অভিনেতা বলছেন, 'প্রথমে একটু ভয় করছিল। সিনিয়র আর্টিস্ট। তবে ফ্লোরে উনি নিজেই এগিয়ে এসে কথা বললেন। আর প্রথম কথাটাই ছিল একটা ইয়ার্কি। বরফ গলল সেখানেই। তারপরে আর কাজ করতে, শট দিতে সমস্যা হয়নি। ওঁর থেকে অনেক কিছু শিখেছি।'


বর্তমানে টলিউডে অস্থির সময় চলছে। একাধিক অভিনেতা অভিনেত্রী অভিযোগ তুলছেন টলিউডে কাজ করার পরিবেশ নিয়ে। নতুন হিসেবে কাজ করতে গিয়ে কখনও রাহুলকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে? রাহুল বলছেন, 'আসলে টলিউডে খুব কম সময়ে কাজ করা হয়। অনেক সময় চাপের কারণে ফ্লোরে এমন কিছু ঘটতে পারে যেটা অনেকের খারাপ লাগে। বলিউডে অনেকটা বেশি সময় নিয়ে কাজ করা হয়। কাজেই খুব হালকাভাবে কাজ করা যায়। তবে কোথাওই ইচ্ছা করে কাজের পরিবেশ খারাপ করা হয় বলেও আমি বিশ্বাস করি না।'


আরও পড়ুন:Dibyendu Bhattacharya on Durga Puja: 'বোন থাকে কলকাতায়'... আরজি করের ঘটনা নিয়ে বিচলিত, দুর্গাপুজো কেমন কাটবে দিব্যেন্দুর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।