কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও দেবলীনা দত্তকে (Deblina Dutta) নিয়ে নতুন ছবির আনছেন পরিচালক 'বাপ্পা'। ছবির নাম 'নেগেটিভ' (Negative)। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্যান্য চরিত্রে রয়েছেন, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব ও খালেদ মেহমূদ তূর্জো।
এই ছবিতে রাহুল অভিনয় করেছেন ফটোগ্রাফারের চরিত্রে। তবে নিজের বিচরণক্ষেত্রে মোটেই সুনাম নেই তাঁর। প্রায় সবাই মনে করেন, তিনি একেবারেই খারাপ ছবি তোলেন। কেউই ছবি তোলার কনট্র্যাক্ট দেয় না তাঁকে। জোটে শুধু মৃতের ছবি তোলার বায়না। সংসারে যথেষ্ট অর্থকষ্ট রয়েছে তাঁর। রাহুলের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবলীনা দত্তকে। অর্থকষ্ট থাকলেও, স্বামী-স্ত্রীর সুসম্পর্ক রয়েছে। রাহুলের চরিত্রের নাম বিশ্বকর্মা ও দেবলীনার চরিত্রের নাম মালা। এমনই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বিশ্বকর্মা এক অদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। জীবনের কোন পরিস্থিতিতে গিয়ে কঠিন এক সিদ্ধান্ত নিতে হয় এই ফটোগ্রাফারকে? সেই পরিস্থিতির গল্পই বলবে নতুন ছবি 'নেগেটিভ'।
পরিচালক বাপ্পা ছবির পাশাপাশি থিয়েটারেও মানুষ। নিজের একটি দল রয়েছে তাঁর এই ছবি নিয়ে তিনি বলছেন, 'আমার এর আগের ছবি 'শহরের উপকথা'-ও বাদল সরকারের নাটক নিয়েই। একজন শিল্পীকে হামেশাই বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় সমাজ। আমাদের সবার চোখেই এই ধরণের ঘটনা পড়ে। আমায় ভীষণভাবে নাড়া দিয়েছিল এই ঘটনাগুলো। এর ফলেই ঠিক করি, এই ধরণের একটি গল্প নিয়েই ছবি করব। রাহুলদা, শ্রীলেখাদি, দেবলীনাদির মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভাল লাগছে। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা অভিনয়টা করেছেন।'
এই ছবিতে নিয়ে রাহুল বলছেন, 'এই চিত্রনাট্যে অভিনয়ের অনেক জায়গা রয়েছে। আমার দ্বৈতচরিত্র আছে, পিতা-পুত্র দুই ভূমিকাতেই আমি অভিনয় করেছি। খুব চাপের মধ্যে কাজ করলেও টিমের সবার সঙ্গে একটা ভাল সম্পর্ক ছিল। আউটডোর লোকশনে শ্যুটিংয়ে গিয়ে যথেষ্ট খাটতে হয়েছে। তবে একটা ছবি যদি সৎ উদ্দেশ্য নিয়ে বানানো হয়, সেক্ষেত্রে কাজ করতেও ভাল লাগে। বিশ্বকর্মার চরিত্রের যে সাইকোলজিক্যাল সফরটা রয়েছে গোটা ছবি জুড়ে, সেটা আমার বেশ ভাল লেগেছে।' ছবি নিয়ে দেবলীনা বলছেন, 'বাপ্পার থেকে চিত্রনাট্যটা শুনে প্রথমেই ভাল লেগেছিল। বিশ্বকর্মার সঙ্গে মালার রসায়নটা অদ্ভূত কিন্তু সুন্দর। ছবির গল্পের বাঁধুনি থেকে শুরু করে গান.. আশা করব সবই মানুষের মন ছুঁয়ে যাবে।'
এই ছবিতে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে একজন বারবনিতার চরিত্রে। ছবিতে তাঁর একটি আইটেম নম্বরও রয়েছে। নৈহাটি ও তার আসেপাশের অঞ্চলে হয়েছে ছবির শ্যুটিং।
আরও পড়ুন: Kanchan-Anupam: কেবল কাঞ্চন বা অনুপম নন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও ট্রোলিংয়ের মুখে পড়েছে টলিউড