কলকাতা: 'দেশের মাটি' ধারাবাহিকই প্রথম ছোটপর্দার দর্শকদের উদাহরণ দিয়েছিল রাহুল-রুকমা জুটিকে। সেই ধারাবাহিক শেষ হতে চ্যানেলের সামাজিক মাধ্যমের পাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টবক্স উপচে পড়েছিল দর্শকদের মনখারাপি মেসেজে। প্রায় সবাই অনুরোধ করেছিলেন, রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় (Rahul Arynoday Banerjee) আর রুকমা রায়কে (Rooqma Ray)একসঙ্গে দেখতে চান তাঁরা। সেই চাহিদার কথা মাথায় রেখেই লালকুঠি ধারাবাহিকে ফের রাহুল-রুকমা (Rahul Rooqma) জুটি। 


দর্শকদের এই উন্মাদনা, আবেগ, উচ্ছাস কতটা উপভোগ করেন? রাহুল বলছেন, ' দর্শকদের এই উচ্ছাস ভীষণ ভালো লাগে। 'লালকুঠি'-তে আমাদের বিয়ের প্রোমো প্রকাশ্যে আসতে দর্শকদের উচ্ছাস দেখে মনে হয়েছিল, যেন ওদের কোনও আত্মীয়ের বিয়ে হচ্ছে। আমার আর রুকমার দুজনেই এই ভালোবাসা ভালো লাগে। দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।' 


আরও পড়ুন: Rahul Banerjee Exclusive: ১৫ দিন কারও সঙ্গে কথা বলিনি, নিজেকে একটা ঘরে বন্দি রেখেছিলাম: রাহুল


সোশ্যাল মিডিয়ায় হামেশাই রুকমার সঙ্গে 'প্রেমের' ছবি শেয়ার করেন রাহুল। তা কি শুধু দর্শকদের কথা ভেবেই? হাসতে হাসতে রাহুল বললেন, 'একেবারেই তাই। এখন সবাই বুঝে গিয়েছেন, আমার আর রুকমার মধ্যে ওটা শুধুই বন্ধুত্ব। প্রেম নয়। যদি কেউ এখনও না বোঝেন, তাঁদের কিছু বলারই নেই।'


দর্শকদের এই প্রেমের গুঞ্জন নিয়ে কথা হয় রাহুল রুকমার মধ্যে? হাসতে হাসতে রাহুল বললেন, 'একবার রুকমার মা-কে একজন প্রতিবেশী বলেছিলেন, 'মেয়ের বিয়েটা তাড়াতাড়ি রাহুলের সঙ্গে দিয়ে দিন। আমার কাছে খবর আছে, ওরা প্রেম করছে। রুকমার মা বলেছিলেন, ওরা তো শুধুই বন্ধু, বিয়ে কেন দেব? সেই প্রতিবেশী বিশ্বাস করতে নারাজ। বলেছিলেন, তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিন, ছেলেটা রাহুল তো....এই শেষ কথাটা অবশ্য আমার দুর্নাম না সুনাম তা বুঝিনি। তবে আমরা সবাই এই ঘটনাটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেছিলাম।' কথা শেষ করে ফোনের ওপার থেকেও প্রাণখোলা হাসি রাহুলের। 


ধারাবাহিক, ছবির কাজ, একসঙ্গে কী করে সামলাচ্ছেন রাহুল? অভিনেতা বললেন, 'সবাই আমায় খুব ভালোবাসে। জানে আমি অনর্থক ছুটি নিই না। নিজের ছবির কাজ শুরু করছে আবার ধারাবাহিক বন্ধ রাখব। ছবির কাজ শেষ করে ফের যোগ দেব।'