কলকাতা: তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে। তবে তা থামানোর চেষ্টা দূরের কথা, এই কানাঘুষো বেশ উপভোগই করেন দুই তারকা। হাসাহাসি করেন নিজেদের মধ্যে। তাঁদের অনস্ক্রিন জুটি সবার পছন্দ, আর তাই দর্শকদের চোখেও নিজেদের এমন মিষ্টি রসায়নকেই তুলে ধরতে চান তাঁরা।
আজ অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)-এর জন্মদিন। সোশ্য়াল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পর্দারই একটি দৃশ্য ভাগ করে নিয়েছেন রাহুল। দেশের মাটি থেকে শুরু করে লালকুঠি, একাধিক ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছে রাহুল-রুকমাকে। সেই ধারাবাহিকেরই একটি দৃশ্যের ছবি ভাগ করে নিয়েছেন রাহুল, সেখানে রাহুলের কাঁধে মাথা রেখে রয়েছেন রুকমা। রাহুল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার পার্সোনাল রকস্টার'
আরও পড়ুন: KL Rahul Athiya Shetty Wedding: 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম'
সোশ্যাল মিডিয়ায় হামেশাই রুকমার সঙ্গে 'প্রেমের' ছবি শেয়ার করেন রাহুল। তা কি শুধু দর্শকদের কথা ভেবেই? এবিপি লাইভের তরফ থেকে একবার এই প্রশ্ন রাখা হয়েছিল রাহুলের সামনে। হাসতে হাসতে রাহুল উত্তর দিয়েছিলেন, 'একেবারেই তাই। এখন সবাই বুঝে গিয়েছেন, আমার আর রুকমার মধ্যে ওটা শুধুই বন্ধুত্ব। প্রেম নয়। যদি কেউ এখনও না বোঝেন, তাঁদের কিছু বলারই নেই।'
রাহুলের পোস্টের উত্তরে রুকমা লিখেছেন, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ।